শিক্ষক দিবস ২০২৪
শিক্ষক দিবস |
আজ পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়। একটি জাতি গঠনে শিক্ষার্থী ও সমাজকে বিকশিত করতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকতা পেশার মাধ্যমে অন্যকে শিক্ষিত করার জন্য শিক্ষকেরা তাদের জীবন উৎসর্গ করে থাকেন। শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য এই অবদানের স্বীকৃতিস্বরুপ এই দিবসটি পালন করা হয়। এই দিবসটি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন।
এ বছর শিক্ষা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, শিক্ষকের কণ্ঠস্বরঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার।
সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী কর্তৃক শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে, যা খুবই দুঃখজনক ও লজ্জার। শিক্ষকেরা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার্থীদের শিক্ষা দেন, সমাজে চলার জন্য প্রস্তুত করে থাকেন। অথচ সেই শিক্ষার্থী কর্তৃক লাঞ্ছিত হওয়া চরম অপমানের কষ্টের। কোন কোন শিক্ষক হয় তো বিভিন্ন কারনে অনিয়মের সাথে জড়িয়ে পড়েন তবে দেশে আইন-কানুন রয়েছে। কেউ অপরাধ করলে তার শাস্তির বিধান করার দায়িত্ব রাষ্ট্রের। কোন ব্যক্তির নয়। অপরদিকে কতিপয় অসাধু শিক্ষকের জন্য সমগ্র শিক্ষকদের দুর্নাম করা অদূরদর্শিতা ও অযৌক্তিক।
শিক্ষকতা একটি মহান পেশা, সম্মানের পেশা। শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশ ঘটিয়ে তাদের জীবনে আশার আলো দান করেন একজন শিক্ষক। জীবনের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান একজন প্রকৃত ও আদর্শ শিক্ষক। তাই এই মহান পেশাটি যেন কারো দ্বারা কলঙ্কিত না হয়। সমাজের প্রত্যেকটি শিক্ষকই হোক আদর্শস্বরুপ। শিক্ষকেরা আমাদের পরম পূজনীয়।
No comments