Header Ads

পরনিন্দা ও পরচর্চা

পরনিন্দা ও পরচর্চা 


কে কি করল, কে কোথায় গেল, কখন গেল, কার সাথে গেল, কখন ফিরল, কি খেল, কি পরল এসব নিয়ে অনেকেই অযথা মাথা ঘামান। অথচ নিজের আরও অনেক কাজ করার ছিল সেদিকে খেয়ালও করেন না। 

আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা পরচর্চায় অধিক সময় ব্যয় করেন। অনেকের জন্য পরচর্চা বিনোদনের মতো। পরের নিন্দা করে অনেকে সুখ অনুভব করেন, নিজেকে সান্তনা দেন আবার অনেকে নিজেকে সবার থেকে আলাদা প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেন। মানুষ পরচর্চা ও পরনিন্দা করে হিংসা থেকে। পরনিন্দা সেই করে যার কিছু অর্জন করার সামর্থ্য নেই।  

পরনিন্দা বা পরচর্চা করে আপনি যে সুখ পান সেটা ক্ষণস্থায়ী। এর ফলে আপনার যে দীর্ঘস্থায়ী ক্ষতি হয় সেটা হচ্ছে মানুষের নেতিবাচক দিকগুলো নিয়ে সমালোচনা করতে করতে আপনার ভেতরের ইতিবাচক গুণগুলো নষ্ট হয়ে মনের ভেতর কুপ্রভাব ফেলে। পরনিন্দা মানুষের সৃজনশীলতাকে ধ্বংস করে। 

আপনি যেই সময়টুকুতে পরের নিন্দা করবেন সেই সময়টুকু নিজের কাজে লাগান। নিজেকে সময় দিন।  হিংসা করে যার চর্চা করছেন তার থেকে সামনে এগিয়ে যেতে চেষ্টা করুন। সময় নষ্ট করে পরচর্চা করে পরের ক্ষতি করার চিন্তা বাদ দিয়ে নিজের কাজে সময় দিলে নিজের উন্নতি সুনিশ্চিত। 

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.