Header Ads

নারী দিবস

আজ আন্তর্জাতিক নারী দিবস 



নারী দিবস



প্রতিবছর ৮ই মার্চ মহাসমারোহের সাথে সারা বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এবারের নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে, "নারীদের উপর ভরসা রাখলেই সমাজের উন্নয়ন সম্ভব।"

কিভাবে নারী দিবসের সূচনা হয়েছিল?  

মজুরি বৈষম্য, কাজের সময়, কর্মক্ষেত্রে অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ ১৮৫৭ সালে  নিউইয়র্কের পথে শান্তিপূর্ণ মিছিলে নামেন বস্ত্র শিল্প কারখানার নারী শ্রমিকেরা। সরকার সেই মিছিলে হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এর পর থেকেই বিশ্বের নানা প্রান্তে অধিকারের দাবিতে শুরু হয় নারী শ্রমিকদের সংগ্রাম। আমেরিকার সোশ্যালিস্ট পার্টির একটি ঘোষণার পর ১৯০৯ সালের ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথম জাতীয় নারী দিবস পালন করা হয়। ১৯১০ সালে, কোপেনহেগেনে অনুষ্ঠিত কর্মজীবী ​​মহিলাদের আন্তর্জাতিক সম্মেলনের সময়, ক্লারা জেটকিন মহিলাদের অধিকার এবং ভোটাধিকারের পক্ষে সমর্থন করার জন্য একটি বার্ষিক নারী দিবস প্রতিষ্ঠার প্রস্তাব করেন। প্রস্তাবটি সর্বসম্মত অনুমোদনের সাথে পূরণ করা হয়েছিল, যার ফলে ১৯১১ সালে অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ড জুড়ে এক মিলিয়নেরও বেশি লোক প্রথম আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছিল। ১৯৭৫ সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের পর জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।

কেন পালিত হয়?

বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, কর্মক্ষেত্রে ন্যায্যতা, কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবেই পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসের উদ্দেশ্য নারীর সমতা ও ক্ষমতায়নকে উন্নত করা। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতার অবসান। এছাড়া নারী অধিকারের জন্য সচেতনতা বৃদ্ধি। নারীদের অধিকার সম্পর্কে তাদের সচেতন করতে এই দিনটিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 

এবারের নারী দিবসের প্রতিপাদ্য, " নারীদের উপর ভরসা রাখলেই সমাজের উন্নয়ন হবে।" 

নারীরা সর্বক্ষেত্রেই তাদের পারদর্শিতার প্রমান রেখে চলছেন। সমাজের উন্নয়নে নারীদের আরও বেশি অন্তর্ভুক্তি ও নারীদের উপর দায়িত্বই পারে সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে।  

পৃথিবীর সমস্ত নারীদের প্রতি রইল নারী দিবসের বিশেষ শুভেচ্ছা। 

এ ধরনের আরও লেখা পড়তে ক্লিক করুন

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.