Header Ads

২১শে ফেব্রুয়ারী




মাতৃভাষা দিবস 



আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবছরই চেষ্টা করি মাতৃভাষা দিবসে মায়ের ভাষা ছাড়া অন্য কোন ভাষায় কথা না বলতে। তবে দেশের বাইরে থাকার কারণে শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়ে উঠে না। 

গতকাল ইউটিউবে একটা ভিডিও দেখলাম, ২১শে বই মেলায় আগত বই প্রেমিকদের নিজের সম্পর্কে এক মিনিটে কিছু বলতে বলা হয়েছে সম্পূর্ণ মাতৃভাষায়। দেখা গেল কেউই পুরোপুরি বাংলায় একটা বাক্য বলতে পারছেন না। প্রত্যেকটা বাক্যেই ইংরেজি শব্দ চলে আসছে। দেশে বাস করা মানুষের যেখানে এই অবস্থা সেখানে বিদেশে থেকে আমরাই বা কতটুকু শুদ্ধ বাংলা বলতে পারব? 

ছোটবেলার ২১শে ফেব্রুয়ারীর অনুভূতি অন্য রকম ছিল। কলেজে পড়ার সময় পর্যন্ত ২১শে ফেব্রুয়ারীতে গ্রামের প্রাইমারি স্কুলে যেতাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। খালি পায়ে, লাল পেড়ে সাদা শাড়ি পরে  ফুলের মালা কিংবা তোরা হাতে গ্রামের রাস্তা ধরে গান গাইতে গাইতে হেঁটে যেতাম। ২১শে ফেব্রুয়ারীকে সামনে রেখে ফুলের বাগান করতাম। ২০ তারিখে রাতে ফুল চুরি হতো বলে ফুলের বাগানে পাহারাও দিতাম। সেদিন সারাদিনে আর পায়ে স্যান্ডেল পরতাম না। তখন ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান ছিল অফুরান। কত আবেগ-দরদ দিয়ে গান গাইতাম, শ্রদ্ধা জানাতাম সালাম, বরকত, রফিকদের।

এখন ২১শে ফেব্রুয়ারী এক আনন্দ উৎসবে পরিনত হয়েছে। ২০ তারিখ রাত থেকেই চলে বিভিন্ন সভা-সমিতির খিচুরি খাওয়ার ধুম। এ প্রজন্মের অনেকে ২১শে ফেব্রুয়ারী কি হয়েছিল তা-ই সঠিক জানেনা। 

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা ঘটা করে ভাষার মাস পালন করি। পুরো মাসজুড়ে চলে বই মেলা, হয় সাহিত্যচর্চা। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যদি ২১শে ফেব্রুয়ারী সম্পর্কে না জানে তবে সেটি সত্যি লজ্জার। 

যারা নিজেদের প্রানের বিনিময়ে আমাদের দিয়ে গেছেন বাংলাভাষা তাদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। 

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.