Header Ads

প্রকৃতির বিচার

 রাখি এস। গমেজ 


প্রকৃতির বিচার 


কাউকে কষ্ট দিয়ে বা ঠকিয়ে আজকে যে জয়ের হাসিটা হাসছেন, বা একটু ভালো আছেন বলে ভাবছেন, সেই হাসিটা বা ভালো থাকাটা খুউব বেশি দিনের জন্য নয়। কাউকে কষ্ট দিয়ে বা ঠকিয়ে আপনি ভালো থাকার কথা চিন্তা করছেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কাউকে ঠকিয়ে বা কষ্ট দিয়ে কেউ বেশিদিন ভালো থাকতে পারে না।

" যে ঠকে, সেও কাঁদে, আবার ঠকায় সেও কাঁদে,

পার্থক্যটা হচ্ছে দু'দিন আগে আর পরে। "

তবে যে ঠকে সে হয়তো তার কষ্টটা একদিন ভুলে গিয়ে মানুষ চিনতে শিখে যায়। আবার নতুন করে পথ চলতে শুরু করে। আর যে ঠকায় সে কখনোই বিবেকবোধের জায়গা থেকে ভালো থাকতে পারে না। কেউ না জানলেও আপনি নিজে জানেন, যে আপনি কি করেছেনকাকে ঠকিয়েছেন? আপনার বিবেকের যে অপরাধবোধ, তা আপনাকেও ধ্বংস করে দিবে। বিবেকের দংশন এর চাইতে বড় ধ্বংস পৃথিবীতে আর একটিও নেই।

আচ্ছা, আপনি যে মানুষটাকে ঠকিয়েছেন , বা তিলে তিলে কষ্ট দিয়েছেন, সে হয়তো কিছু বললো না। প্রতিবাদ করলো না। বা কারোর কাছে বিচার চাইলো না। কিন্তু, মানুষটা যখন কষ্ট পেয়ে অনেকগুলো রাত জেগে চোখের জল ফেলবে, আর বুক ফাপা যন্ত্রণায় দীর্ঘশ্বাস ফেলবে।

মানুষটার চোখের জল আর দীর্ঘশ্বাস আপনাকেও তিলে তিলে শেষ করে দিবে। শুধু কিছুটা সময়ের অপেক্ষা। হয়তো আপনি কাউকে বলতে পারবেন না , বা দেখাতেও পারবেন না, যে আপনার কষ্ট হচ্ছে। কিন্তু আপনি ভিতরে ভিতরে মানসিক যন্ত্রণায় ভুগতে ভুগতে শেষ হয়ে যাবেন। আপনার বুকের ভিতরের যে আর্তনাদ হবে, এগুলো কাউকে দেখাতে পারবেন না।

পৃথিবীর সবচাইতে বেশি কষ্টের একটি হচ্ছে মানসিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণার চাইতে বড় কোন কষ্ট এই পৃথিবীতে নেই। যাকে ঠকিয়েছেন, ঠকাচ্ছেন বা কষ্ট দিয়েছেন, সে আপনাকে অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা শব্দ আছে। যাকে Revenge of nurture বলে।

মানুষ মানুষকে ছাড় দিলেও প্রকৃতি কাউকেই ছাড় দেন না।ভগবান ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।।মানুষ মানুষেকে ক্ষমা করলেও প্রকৃতি কাউকেই ক্ষমা করে না। প্রকৃতি ঠিক সময় মতোই তার হিসেব নিবে কড়ায় গন্ডায়।

কেউ আপনাকে মানসিক কষ্ট দিচ্ছে, বা কেউ আপনাকে নির্মম ভাবে ঠকিয়েছে, আপনার দোষ না থাকার স্বত্বেও আপনার উপর দোষ দিয়েছে, বা আপনার দুর্বলতা জেনেও তার সুযোগ নিচ্ছে, সুযোগ পেলেই আপনাকে ছোট করছে বা অপমান করছে। শুধু মাত্র একটু চুপ করে ধৈর্য্য ধারণ করুন।আর একটু সময়ের অপেক্ষা করুন।

আমরা সবকিছু ভুলে গেলেও, সময় আর প্রকৃতি কোনকিছুই ভুলে না। সময় মতো সবকিছুর প্রতিদান দেয় তার দ্বিগুণ হারে। মানুষ তার কৃতকর্মের ফল এই পৃথিবীতে থাকতেই অনেকটা ভোগ করে যায়। সব কাজেরই একটা ফল আছে, হোক দু'দিন আগে, বা দু'দিন পরে।

একটা কথা মনে রাখবেন, কাউকে কষ্ট দিয়ে, বা কাউকে ঠকিয়ে সত্যিই কেউ বেশিদিন ভালো থাকতে পারে না। কাউকে কষ্ট দিয়ে সীমিত সময়ের জন্য যে সুখটা অনুভব করবেন, সে সুখ স্থায়ী হবে না। আর যদি কাউকে ঠকান বা কষ্ট দেন, তাহলে আপনিও প্রস্তুত হয়ে থাকবেন, তার চেয়ে দ্বিগুণ কষ্ট আপনার জন্য অপেক্ষা করছে

 এই লেখকের আরও লেখা পড়তে ক্লিক করুন 


পথের প্যাঁচাল-২ 

পথের প্যাঁচাল-৩ 


No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.