তবুও আজ তোমাদেরই দিন
-সুপর্ণা এলিস গমেজ
আজ তোমাদের রক্তের ছিটেফোঁটা
ঢাকা পড়ে গেছে হাজার দালানের ভিড়ে।
শকুনের আনাগোনা।
আজ তোমাদের নাম শুধু বধ্যভূমির ভাঙা তালিকায়
ঝুলে আছে, মুছে যাবো যাবো করে।
তোমরা এখন শুধুই একটি তারিখ- ১৪ই ডিসেম্বর।
ক্যালেন্ডারের সবগুলো পাতা জুড়ে এখন শুধুই
শকুনের আনাগোনা।
আজ তোমাদের কথাগুলো তবুও কতশত চ্যানেলে
উঠে আসে বীরত্বের সাথে,
মানুষের হৃৎপিণ্ডে একটু নাড়া দিতে।
স্মৃতিকাতর শ্রোতাদের চারপাশে এখন শুধুই
শকুনের আনাগোনা।
তবুও আজ তোমাদেরই দিন।।
কবিতাটি শুনতে ক্লিক করুন
এই কবির আরও কবিতা পড়তে ক্লিক করুন
No comments