বিষন্ন ভালোবাসা
-সুপর্ণা এলিস গমেজ
বিষণ্ণ ভালোবাসা |
সময়ের স্রোতে একটু একটু করে ভেসে যাওয়া মুহূর্তরা কেঁদে ওঠে।
অন্নপূর্ণার চূড়ায় সূর্যকিরণ,
মুহুর্মুহু বেজে ওঠে ওই দূরে মন্দিরের ঘন্টা ধ্বনির সুর।
কৃষ্ণচূড়ার রক্ত ঝরে পড়ে
তেজ ফিরে পায় প্রান।
কখনো মধ্যাহ্নভোজের পর বাড়ির সবাই যখন বিশ্রামরত,
ঝিঁঝিঁ পোকা ভাঙ্গে নীরবতা,
জেগে ওঠে সন্ধ্যাতারা।
শীত শীত রাত গায় হারিয়ে যাওয়া এক বুক বিষন্নতার গান।
ঠিকানা বিহীন গৃহকোণে
নিজের ভুলে আত্মহারা।
পথের পাশে একা বসে সাদা কালো কুকুরটা যখন একমনে করুন সুর ধরে,
দুটো নিদ্রাবিহীন চোখের পাতা
ভারি হয়ে আসে।
ধূসর কালো মেঘের মতো ঝুম বৃষ্টিতে দুঃখ-বিলাসী মন কাব্য রচনা করে,
আর অভিমানী মেয়েটার কান্না,
এই বিষন্নতাকেই ভালোবাসে।
কবিতাটি শুনতে ক্লিক করুন
এই কবির আরও লেখা পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন
No comments