কবিতা - ডায়েরির পাতায়
কলমে - শান্তনু ঘোষ
আমার প্রতিটা ডায়েরির পাতায়,
কল্পনাদের খেলা,
অনুভূতিদের মায়ায়,
তৈরি করে হাজারও স্বপ্নের মেলা।
ভর্তি সেগুলো বৃথা বেদনায়,
বাস্তবতার মাঝে,
একাকিত্বের যাতনায়,
সময়ের সাঁঝে।
প্রতিটা পাতার সাথে,
অন্ধকার রাতে,
লেখালেখিদের নিয়ে সাথে,
মেতে আমি চায়ের কাপ হাতে।
তারপর সময়ের নীড়ে,
জানি না কিভাবে,
বাস্তবতার ভীড়ে, ডায়েরির পাতায়
ডায়েরিটা আজ পড়ে আছে নীরবে!
আবৃত্তিটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন
এ ধরনের আরও কবিতা পড়তে ও শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন
No comments