ভুলে যাও, ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই
মহাদেব সাহা
ভুলে যাও, ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই,
মানুষ অকারণে মনে রাখতে বলে,
মনে রাখা শুধু কষ্ট পাওয়া, কেন কষ্ট পাবে?
ভুলে যাওয়ায় মুক্তির আনন্দ, মনে রাখা বন্ধনযন্ত্রণা
এই মনে রাখা থেকে মুক্তি পেয়ে ব্যাসদেব জন্মেই কবি
এই মোহ বন্ধন ছিন্ন করে বুদ্ধের নির্বাণ লাভ;
ভুলে যাও কাকে কী দিয়েছ কথা,
কোথায় কী প্রতিজ্ঞা করেছ
রুমাল নিয়েছ কার, কার হাতে দিয়েছ গোলাপ,
এই সব গন্ধ-স্পর্শ মনে রাখবার মতো কিছু নয়।
ভুলে যাও, ভুলে যাওয়াই প্রকৃত সুখ, প্রকৃত বৈরাগ্য
ভুলে যেতে না পারলে কেউ বাঁচতে পারে না,
কঠিন শীতের দুঃখ ভুলে যেতে পারে বলেই বসন্তের এত ফুল
গ্রীষ্মের খরতাপ ভুলে যায় তাই বর্ষা এমন সজল,
মেঘ এমন প্রশান্ত,
ভুলে যেতে না পারলে কোনো শিল্প হতো না,
সৌন্দর্য হতো না,
প্রকৃত ভালোবাসাও আসলে ভুলে যাওয়া;
ভুলে যাওয়ার চেয়ে ভালো আর কিছু নেই।
কবিতাটি শুনতে ক্লিক করুনঃ
আবৃত্তিঃ তেরেজা সোমা ডি' কস্তা
No comments