Header Ads

আমি খুব অল্প কিছু চাই

 

  হুমায়ুন আহমেদ



আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক নাএর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার ভালবাসি বলব
তুমি প্রতিবার
একটা দীর্ঘশ্বাস
ফেলে একটু
খানি আদর মাখা
গলায় বলবে “পাগলি


কবিতাটি শুনতে ক্লিক করুন

আবৃত্তি তেরেজা সোমা ডি' কস্তা 



এ ধরনের আরও কবিতা শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন 



No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.