Header Ads

ডায়াবেটিক

 ডাঃ সারা মুরমু মিতু


স্বাস্থ্য



ডায়াবেটিক কি? 

ডায়াবেটিক একটি দীর্ঘস্থায়ী রোগ, এটি যখন ঘটে তখন আমাদের অগ্ন্যাশয় আর ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরিকৃত ইনসুলিন ব্যাবহার করতে পারে না ফলে শরীর কার্যকরভাবে শর্করা ব্যবহার করতে পারে না এর ফলে রক্তে অতিরিক্ত মাত্রায় শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, তাকে ডায়াবেটিস বলে। 

ইনসুলিন কি?

ইনসুলিন হলো অগ্ন্যাশয় দ্বারা তৈরি একটি হরমোন। আমরা যে খাবার খাই তা থেকে উৎপন্ন গ্লুকোজকে রক্তের মাধ্যমে শরীরের কোষগুলিতে প্রবেশ করিয়ে শক্তি উৎপাদন করতে ইনসুলিন একটি চাবির মতো কাজ করে। খাবারের সমস্ত কার্বোহাইড্রেট ভেঙ্গে গ্লকোজে পরিনত হয় এবং ইনসুলিন গ্লুকোজকে কোষে ভিতরে যেতে সাহায্য করে। 

ইনসুলিনের কাজ কি?

ইনসুলিনের প্রধান কাজ হল কোষের ভিতর শর্করা প্রবেশ করিয়ে শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন শরীরের কোষগুলিকে রক্ত প্রবাহ থেকে গ্লুকোজ শোষণ করতে সাহায্য করে। এটি লিভার এবং পেশীগুলিতে গ্লাইকোজেন হিসাবে গ্লুকোজ সংরক্ষণের সহায়তা করে। ইনসুলিন সঞ্চিত গ্লাইকোজেনের ভাঙ্গনকেও বাধা দেয়, রক্তে গ্লুকোজের অত্যধিক বৃদ্ধি রোধ করে।


এ ধরনের প্রয়োজনীয় আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন 

কিডনি সুস্থ রাখার উপায় 

রাতে ঘন ঘন প্রস্রাবের কারণ 

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.