রাতে ঘন ঘন প্রস্রাব?
ডা. সারা মুরমু মিতু
রাতে ঘন ঘন প্রস্রাবের তাড়না কিসের লক্ষণ? (Nocturia)
চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় 'নকচুরিয়া' (Nocturia or
Nocturnal Polyuria) হল এমন একটি অবস্থা যেখানে আপনাকে রাতে বারবার ঘুম থেকে উঠে প্রস্রাব করতে যেতে হয়। নকচুরিয়া যে কেবল আপনার ঘুমের ব্যাঘাত ঘটানোতেই সীমাবদ্ধ থাকে তা নয়, এটি হতে পারে রেচনতন্ত্রের কোনো রোগের পূর্বাভাস ও। চল্লিশের কোঠায় অনেক পুরুষই এই সমস্যার সম্মুখীন হন। পঞ্চাশের পর থেকে এই সমস্যা আরও বাড়ে।
যে সমস্ত কারণে Nocturia হয়ে থাকে:
লাইফস্টাইলের ধরণ থেকে শুরু করে কোনো নির্দিষ্ট ওষুদের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা অন্য কোনো রোগ বিভিন্ন কারণে নকচুরিয়া হতে পারে। প্রাপ্তবয়স্কদের মধ্যে নকচুরিয়া বেশি দেখা যায়, তবে এটি যেকোনো বয়সেই ঘটতে পারে।
চিকিৎসাবিদ্যা শর্ত:
নকচুরিয়ার সাধারণ কারণ হল মূত্রনালীর সংক্রমণ (UTI) বা মূত্রাশয় সংক্রমণ। এর ফলে সারা দিন এবং রাতে ঘন ঘন জ্বলন্ত সংবেদন এবং বারবার প্রস্রাবের তাড়না অনুভূত হতে পারে। চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক প্রয়োজন।
রোগ নির্ণয় ও চিকিৎসা:
কত ঘন ঘন প্রস্রাব করেন? কী পান করেন এবং কতটা পান করেন তা রেকর্ড করার জন্য কয়েক দিনের জন্য একটি ডায়েরি মেনে চলতে পারেন। এতে নকচুরিয়া নিশ্চিত করতে ডাক্তারের সাধারণ কিছু প্রশ্নের উত্তর আগে থেকে আপনার কাছে থাকবে। তাছাড়া আপনার অবস্থা বিবেচনা করে ডাক্তার আপনাকে কিছু টেস্ট করার পরামর্শ দিতে পারে।
যেমন:
১) ডায়াবেটিস পরীক্ষা করার জন্য রক্তে শর্করার পরীক্ষা
২) রক্তের গণনা এবং রক্তের রসায়নের জন্য অন্যান্য রক্ত পরীক্ষা
৩) প্রস্রাব বিশ্লেষণ
ইমেজিং পরীক্ষা, যেমন আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান
৪) ইউরোলজিক্যাল পরীক্ষা, যেমন সিস্টোস্কোপি
প্রতিকার:
নকচুরিয়ার চিকিৎসা দুইভাবে করা যেতে পারে।
১. লাইফ স্টাইলের ধরনের পরিবর্তন আনার মাধ্যমে
২. মেডিসিন বা চিকিৎসার মাধ্যমে।
এক্ষেত্রে আপনার চিকিৎসক আপনার শারীরিক অবস্থা অনুসারে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার জন্য ভালো হবে সেটি নির্ধারণ করবেন এবং সে অনুযায়ী চিকিৎসা করবেন। যেহেতু, নকচুরিয়া ডায়াবেটিস, মূত্রনালীর সংক্রমণ এর মত রোগের সাথে সম্পর্কিত তাই লক্ষণ প্রকাশ হবার সাথে সাথে দ্রুত কোন বিশেষজ্ঞের শরণাপন্ন হন।
ইউরোলজিক্যাল সমস্যায় চিকিৎসা নিন সুস্থ থাকুন।
এ ধরনের আরও তথ্য পেতে ক্লিক করুন নিচের লিঙ্কে
No comments