Header Ads

ভর্ৎসনা যদি হয় এমন মধুর

জেন কুমকুম ডি ক্রুজ 




সেদিন ছিল ভরা ভাদ্রের এক বৃষ্টিঝরা সন্ধ্যা

হঠাৎ বৃষ্টি মাথায় ঘরে ঢুকলে তুমি----

বললে একটি কবিতা লিখে দিবি? তোর বন্ধু কমলিকাকে দিব।আমি ভর্ৎসনা করে বলেছিলাম--প্রেম

করবে তুমি আর কবিতা লিখবো আমি---ছি।

এরপর তুমি চলে গেলে নটরডেম কলেজ আর আমি ইডেনে।

হঠাৎ কোত্থেকে আচমকা মাঝপথে একজন অপরিচিত এসে আমায় নিয়ে গেল সাত সমুদ্র তের নদীর

পারে---আর দেখা হয়নি তোমার সাথে।

হঠাৎ সেদিন নিউইয়র্কের এক সাহিত্যানুষ্ঠানে তোমার সাথে দেখা হলো পঁচিশ বছর পর।

দুজনেই অবাক কিছুক্ষন ---ভাবছিলাম ছুটে যেয়ে সেই ছোটবেলার মতো গলা জরিয়ে ধরে বলবো নাকি-

---এতদিন কোথায় ছিলে?

অতঃপর কফি সপে দুজনেই মুখোমুখি।

সে বললো---এখনো লিখিস টিখিস নাকি?কি সুন্দর লেখার হাত ছিল তোর----আমি হাসি।

ওর টেবিলে রাখা হীরা খচিত আংটির দিকে চোখ আটকে যায়।

দুর্লভ আর দামী।

আমি দিদ্বাগ্রস্ত ডান হাতটি ওর হাতে রাখি---সেও কি একটু কেঁপে উঠে??

তারপর বলে---জানিস আমি এখন লেখক নামে সবার কাছে পরিচিত --সমাদৃত।

তোর সেদিনের সেই "ছিঃ" ভর্ৎসনাটুকু আমায় লেখক বানিয়েই ছেড়েছে।

আমি থমকে গেলাম --

শিহরিত হলাম --সে বললো,প্রথম বইটি তাকেই উৎসর্গ করেছি যে আমায় একদিন প্রচন্ড ভর্ৎসনা
করেছিল।

আমি ধীরে অতি ধীরে হাতটি সরিয়ে নিলাম ওর হাত থেকে।

আবার তাকালাম ওর মুখপানে-- কি সতেজ আর সপ্রতিভ!

ভাবলাম সামান্য ভর্ৎসনার স্বাদ যদি হয় এমন মধুর, তবে ক্ষতি কি ?
---মেরীল্যান্ড আমেরিকা থেকে


কবিতাটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন



ভর্ৎসনা যদি হয় এমন মধুর


আরও কবিতা পেতে ক্লিক করুন 

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.