পথের প্যাঁচাল-২
রাখি এস. গমেজ
সম্পর্ক |
ভালোবাসা টা একটু কম থেকে বিশ্বাস টা সম্পূর্ণ থাকলেও সেই সম্পর্কটা ভীষণ মজবুত হয়। যে কোনো সম্পর্কে বিশ্বাস টা চারটা পিলার। যেমন; সন্তানের সাথে বাবা-মায়ের সম্পর্ক টা তখনই বেশি সুন্দর হয় যখন তাদের বিশ্বাস টা মজবুত হয়।
তেমনি
একজন আর একজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারে না এমন ভালোবাসা কাপল প্রচুর দেখা যায়। অথচ হয়তো ৮ বছরের ভালোবাসার সম্পর্ক বিয়ের ৮ মাসের মাথায় ভেঙে যায় বিশ্বাস এর অভাবে। ভালোবাসা তো ছিলো কিন্তু পিলারগুলো
সব
নড়বড়ে ছিলো।
এক
বন্ধু অন্য বন্ধুকে ভালো তো বাসে, কিন্তু বিশ্বাস করে কম তাহলে বন্ধুত্ব টা আর শেষ
অব্দি
চলবে না ।
একসাথে দুইজন হয়তো কোনো কাজ করছে আজ অনেক বছর কিন্তু সম্পর্ক খুব সুন্দর টনটনে পরিষ্কার, কারন ভালোবাসা না, বিশ্বাস।।
ঠিক
তেমনি যে কোনো সম্পর্কের পার্টনারশিপ ধরে রাখতে বিশ্বাস টা ভীষণ জরুরি। ভালোবাসা টা একটু কম হলেও সমস্যা নাই। ভিত টা শক্ত হলে ভালোবাসা টাও টিকে যায়। ভিতটা নড়বড়ে হলে শক্তিশালী পাহাড় টাও ধসে যায়। দিনের মধ্যে যদি কেও দশবার I
Love You বলে তাহলে সম্পর্ক না টেকার সম্ভাবনা বেশি। কিন্তু দিনে যদি কেউ একবারও শুধু I
Trust You ... বলে!! তাহলে সম্পর্ক ঔটাই টিকবে, ঔটাই আসল।
Love টা থাকে বলেই পরের রাস্তায় Trust
You
টা বলা যায়
মাঝে মাঝে আমাদের মনে নানা ধরনের চিন্তা উঁকি দেয়, সেসব চিন্তার
স্থায়িত হয় ত খুবই কম, অর্থও হয় তো কারো কারো কাছে অর্থহীন। কিন্তু আপনার মনে হয় আপনার
চিন্তার বিষয়টা অনেক জটিল, যার হয় তো কোন সমাধান নেই, যা হয় তো কাউকে বলাও যায় না।
একটা সময় হয় ত আপনার সে সব না বলা কথাগুলো হারিয়ে যায় কাজের চাপে, রাস্তার যানজটের
শব্দে কিংবা যান্ত্রিক কোলাহলে।
লিখে পাঠান আপনার সেসব উদ্ভট কিংবা গুরুত্বপূর্ণ কথাগুলো।
“মৈত্রীর পৃথিবী” ব্লগ শুরু করেছে “পথের প্যাঁচাল” নামে একটি বিভাগ, যেখানে সংরক্ষিত থাকবে আপনাদের মনের নানান উপাখ্যান।
No comments