Header Ads

পথের প্যাঁচাল-৪

ডা. সারা মুরমু মিতু



যেই বন্ধুটা ৩২ হাজার টাকা বেতনের চাকরি করে তাকে দেখে আপনার হিংসা হয় কেননা আপনি বেকার। আবার যেই বন্ধুটার সুন্দরী একটি প্রেমিকা আছে তাকে দেখেও আপনার হিংসা হয় কেননা আপনি সিঙ্গেল।

পৃথিবীর সমস্ত সিস্টেমের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। বাংলাদেশে যখন সকাল হয়, লন্ডনে তখন মধ্যরাত। তারমানে এই না যে, বাংলাদেশের চাইতে লন্ডন পিছিয়ে আছে।
সৌরভ গাঙ্গুলি যেই বয়সে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, সেই বয়সের তুলনায় আরও কয়েকবছর বেশি খেলে শচীন টেন্ডুলকার একশোটা সেঞ্চুরি করেছেন। আবার, যেই বয়সে একজন ক্রিকেটার খেলা ছেড়ে দিয়ে ভাষ্যকার হয়ে যায়, সেই একই বয়সে অন্য একজন ক্রিকেটারের অভিষেক হয়। তারমানে এই না যে, অভিষেক হওয়া খেলোয়াড়টার সময় শেষ হয়ে গেছে।
যেই বয়সে বড় ভাই প্রেম করার সাহস না পেয়ে সিঙ্গেলই থেকে যায়, সেই একই বয়সে ছোট ভাই বিয়ে করে দুই সন্তানের বাবা হয়ে যায়। তারমানে এই না যে ছোট ভাই বড় ভাইয়ের চাইতেও এগিয়ে আছে।
কেউ ২০১৫ সালে গ্রাজুয়েশন শেষ করে ২০২১ সালে এসেও চাকরি পায় না, কেউ ২০২১ সালে গ্রাজুয়েশন শেষ করে পরেরদিনই চাকরি পেয়ে যায়। কেউ ৩০ বছর বয়সে এসেও কোম্পানির চাকরির জন্য এই দরজা থেকে সেই দরজা ঘুরে, কেউ ৩০ বছর বয়সে নিজেই একটা কোম্পানি খুলে বসে।
পৃথিবীর সমস্ত সিস্টেমের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। আমরা সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভুগি কেননা আমরা মনে করি চারপাশের সবাই আমাদের থেকে এগিয়ে আছে, একমাত্র আমরাই পিছিয়ে আসি।
আদতে কেউ কারও চাইতে পিছিয়ে থাকে না, এগিয়েও থাকে না। আপনার পথটা শুধুই আপনার, অন্যের পথটা অন্যের। একদিন না একদিন সেই পথে যাওয়ার সময় সবারই আসে। কারও আগে, কারও পরে। এই যা!


এ ধরনের লেখা আর পড়তে ক্লিক করুন




আপনিও লিখুন এই বিভাগে

মাঝে মাঝে আমাদের মনে নানা ধরনের চিন্তা উঁকি দেয়, সেসব চিন্তার স্থায়িত হয় ত খুবই কম, অর্থও হয় তো কারো কারো কাছে অর্থহীন। কিন্তু আপনার মনে হয় আপনার চিন্তার বিষয়টা অনেক জটিল, যার হয় তো কোন সমাধান নেই, যা হয় তো কাউকে বলাও যায় না। একটা সময় হয় ত আপনার সে সব না বলা কথাগুলো হারিয়ে যায় কাজের চাপে, রাস্তার যানজটের শব্দে কিংবা যান্ত্রিক কোলাহলে।

লিখে পাঠান আপনার সেসব উদ্ভট কিংবা গুরুত্বপূর্ণ কথাগুলো।

“মৈত্রীর পৃথিবী” ব্লগ শুরু করেছে “পথের প্যাঁচাল” নামে একটি বিভাগ, যেখানে সংরক্ষিত থাকবে আপনাদের মনের নানান উপাখ্যান।



No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.