পথের প্যাঁচাল-৩
রাখী |
চাইলেই আর কিছুদিন পর মুক্তি মেলে না। মুক্তির অপেক্ষায় অমলিন কষ্টের এক ঘৃণা ছেয়ে যায়। অপেক্ষা সুন্দর তখন হয় যখন সেখানে সুর, তাল, ছন্দ নিয়মিত থাকে। সুর, তাল, ছন্দহীন অপেক্ষায় শুধু আক্ষেপ আর অপমান থাকে।
তারপর একটা দিন আসে যখন আর ইচ্ছে করে না- তাকে ফোন করতে, ইচ্ছে করে না তার সাথে কথা বলতে। লাল নীল সংসার এর আশায় একটা নীল গল্প লেখা হয়ে যায়।
মিছে মিছে কথারা বলাবলি করে; এই তো আর কটা দিন বেলা শুনছো...... তারপরই সেই মরীচিকা মুক্তি। তখন আর বেলার কানে যায় না পরিচিত শব্দগুলোর কান্না ۔۔۔۔ (কারণ বেলার সংসারে এখন ছাউ-পোনার গান বাজে
প্রিয় গানের এক সময়ের প্রিয় লাইনগুলা।
পথের প্যাঁচাল পড়তে ক্লিক করুন
আপনিও লিখুন এই বিভাগে
মাঝে মাঝে আমাদের মনে নানা ধরনের চিন্তা উঁকি দেয়, সেসব চিন্তার স্থায়িত হয় ত খুবই কম, অর্থও হয় তো কারো কারো কাছে অর্থহীন। কিন্তু আপনার মনে হয় আপনার চিন্তার বিষয়টা অনেক জটিল, যার হয় তো কোন সমাধান নেই, যা হয় তো কাউকে বলাও যায় না। একটা সময় হয় ত আপনার সে সব না বলা কথাগুলো হারিয়ে যায় কাজের চাপে, রাস্তার যানজটের শব্দে কিংবা যান্ত্রিক কোলাহলে।
লিখে পাঠান আপনার সেসব উদ্ভট কিংবা গুরুত্বপূর্ণ কথাগুলো।
“মৈত্রীর পৃথিবী” ব্লগ শুরু করেছে “পথের প্যাঁচাল” নামে একটি বিভাগ, যেখানে সংরক্ষিত থাকবে আপনাদের মনের নানান উপাখ্যান।
No comments