একদিন কাশবনে
সুপর্ণা এলিস গমেজ
কাশবনে একদিন |
একদিন শরৎ দেখবো বলে
নীল শাড়ি পরে
মাথায় গুঁজে দিয়েছি কাশফুল।
স্নিগ্ধ নীল আকাশ
বিকেলের সোনা রোদে
বিলের জল চিকচিক করছিল।
তুলোর মতো কাশফুলেরা
বাতাসের দোলায়
এদিক ওদিক করে নাচতে থাকে
সবুজ পাতাদের রঙ
ছড়িয়ে পড়ে
দিগন্ত রেখায় থিতু হওয়া গ্রামগুলোতে।
হাতের রঙিন কাঁচের চুড়ি
আপন সুরে
উইন্ড চাইম হয়ে বেজে ওঠে।
গোধূলি বেলার মিষ্টি আলোয়
সুবাস ছড়িয়ে শিউলিরা
একটু একটু করে ফুটতে শুরু করেছে।
একদিন শরৎ দেখবো বলে
তোমার হাত ধরে
চলে গেছি দূরে, অনেক অনেক দূরে।
No comments