Header Ads

একদিন কাশবনে

সুপর্ণা এলিস গমেজ 


কাশবনে একদিন


একদিন শরৎ দেখবো বলে

নীল শাড়ি পরে

মাথায় গুঁজে দিয়েছি কাশফুল।

স্নিগ্ধ নীল আকাশ

বিকেলের সোনা রোদে

বিলের জল চিকচিক করছিল।

তুলোর মতো কাশফুলেরা

বাতাসের দোলায়

এদিক ওদিক করে নাচতে থাকে

সবুজ পাতাদের রঙ

ছড়িয়ে পড়ে

দিগন্ত রেখায় থিতু হওয়া গ্রামগুলোতে।

হাতের রঙিন কাঁচের চুড়ি

আপন সুরে

উইন্ড চাইম হয়ে বেজে ওঠে।

গোধূলি বেলার মিষ্টি আলোয়

সুবাস ছড়িয়ে শিউলিরা

একটু একটু করে ফুটতে শুরু করেছে।

একদিন শরৎ দেখবো বলে

তোমার হাত ধরে

চলে গেছি দূরে, অনেক অনেক দূরে।

 

এই কবির আরও কবিতা পড়তে ক্লিক করুন

আমার যত ইচ্ছেগুলো 

বয়স যাচ্ছে বেড়ে 

 সন্ধান 

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.