Header Ads

আমার যত ইচ্ছেগুলো

সুপর্ণা এলিস গমেজ 

 

ইচ্ছে


সাগরের বিশালতার কাছে আমি অতি নগণ্য 

মাথার উপর নীল আকাশের দোরগোড়ায় 

সাদা মেঘগুলো মিশে যায় 

ফেনিল সাগরে।


বারবার ঢেউ এসে আছড়ে পড়ে 

আমার পায়ে 

আমি ভয়ে শিহরে উঠি 

মাঝে মাঝে সাহস করে 

একটুখানি দাঁড়াই 

আবার দৌড়ে পালাই।  


সূর্যের আলো ঝলমল হাসিতে লুটিয়ে পড়ে 

নোনা জলে 

আমি শুধু অবাক হয়ে দেখি 

উত্তাল বাতাসে চুলগুলো এলোমেলো উড়তে থাকে 

হাত বুলিয়ে দেই 

আকাশের নীল, সাগরও নীল 

আজ ওদের সাথে আমারও যে নীল হতে ইচ্ছে করে 

দুরের ঐ দিগন্ত রেখায় 

মিশে যেতে ইচ্ছে করে 

সাগরের বুকে ঝিকিমিকি রোদ হতে ইচ্ছে করে 

শেষ নিঃশ্বাসে মাতাল হাওয়া হতে ইচ্ছে করে। 


এই কবির আরও কবিতা পড়তে ক্লিক করুন 

সন্ধান 

এই তো আছি বেশ 

বয়স যাচ্ছে বেড়ে 

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.