Header Ads

তোমাকে বিদায়

 কবিঃ সুপর্ণা এলিস গমেজ 


সাগর 


তখন সন্ধ্যা আকাশ 

সাগরের শেষ সীমাটায় 

যেখানে দৃষ্টি বাধা পরে এক দিগন্ত রেখায় 

সেখানে আকাশ লালচে রঙের

ঢেউয়ের গর্জনে জানান দেয় জোয়ারভাটা।  

কখনো বাতাসের সু-সু-শব্দ 

বিপদ সংকেতের লাল পতাকায় তুমুল নাড়া দিয়ে যায় 

যেমন করে নাড়া দেয় হৃদয়ের গভীরে 

তোমার চলে যাওয়া। 


মাঝে মাঝে দমকা বাতাসে ভেসে আসে তোমার বিদায়ের সুর 

রাতের আকাশে আমার গভীরে জেগে উঠে পূর্ণিমার চাঁদ 

তবুও রাত অন্ধকার, গভীর অন্ধকার 

অন্ধকার সাগরের জলে পা ভেজাই 

ফেনিল ঢেউ বারবার ছুঁয়ে যায় 

এক বুক দীর্ঘশ্বাস।  

নিঃশব্দ কান্নায় সাগরের জল আরও বেশি নোনা হয়ে উঠে 

এই নোনা জলে তোমাকে হারিয়ে ফেলতে চাই 

কাগজের নৌকায় ভাসিয়ে দিয়ে। 


আজ আমার দীর্ঘশ্বাস 

সাগরের বুকে জাগিয়েছে দশ নম্বর বিপদ সংকেত। 

বাতাসের প্রবল বেগ আর সাগরের ঢেউ 

তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে 

দুরের ঐ লাল আকাশটায়। 


আরও কবিতা পড়তে ক্লিক করুন 

বয়স যাচ্ছে বেড়ে 

এই তো আছি বেশ 

যেমন আমি 



No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.