ব্যাপারটা কাকতালীয়
ক্রিকেট |
গত পরশু অর্থাৎ ৬ই সেপ্টেম্বর আমি একটা আর্টিকেল লিখেছিলাম অনেকটা দুঃখ করে, যে শ্রীলঙ্কার সরকারি বা বেসরকারি কোন টেলিভিশন চ্যানেল সরাসরি কোন ধরনের খেলা সম্প্রচার করে না। কাতার বিশ্বকাপ-২০২২ এর সময়টা খেলা দেখতে না পারায় অনেক বেদনার মধ্য দিয়ে কাটিয়েছি। বর্তমানে চলমান এশিয়া কাপ-২০২৩ এর আয়োজক শ্রীলঙ্কা হওয়া সত্ত্বেও আমরা অর্থাৎ শ্রীলঙ্কাবাসী টেলিভিশনে সরাসরি খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছি।
যাই হোক, মজার ব্যাপার হচ্ছে, আমার এই পোস্টটি দেয়ার পর গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় শ্রীলঙ্কার জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল 'সিরাসা' এখন থেকে সরাসরি খেলা দেখানোর ঘোষণা দিয়েছে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। বিষয়টি অনেকটা কাকতালীয় বৈ-কি!
আমি ব্যাক্তিগতভাবে ভীষণ আনন্দিত যে এশিয়া কাপের বাকি খেলাগুলো দেখার পাশাপাশি ভবিৎষতে যে কোন ধরনের জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট এবং ফুটবল খেলা সরাসরি দেখতে পাব।
ধন্যবাদ জানাই 'সিরাসা' টেলিভিশন চ্যানেল ও এর কর্মকর্তাদের।
আরও পড়তে ক্লিক করুন
No comments