Header Ads

এশিয়া কাপ-২০২৩



ফুটবল কিংবা ক্রিকেট, যে কোন খেলায় বাঙ্গালীদের উন্মাদনার শেষ নেই। ভারত, পাকিস্তানেও একই চিত্র। যখনই কোন খেলা চলে এশিয়ার এই তিন দেশের মানুষের মধ্যে উৎসব চলে। কোথাও কোথাও রীতিমতো জুয়ার আসর বসে। ক্রিকেটের কথা তুললে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের সাথে আরও যে নামটি জোরেশোরে উচ্চারিত হয় সেইটি হচ্ছে শ্রীলঙ্কা। ভারত-পাকিস্তানের সমর্থন নিয়ে বাঙ্গালীদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও শ্রীলঙ্কার ব্যাপারে অনেকটাই নিরীহ অবস্থানে থাকেন সবাই। সাঙ্গাকারা, মাহেলা কিংবা মালিঙ্গা এদের পছন্দ করেন না এমন বাঙ্গালি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু শ্রীলঙ্কার মানুষের মধ্যে এই খেলা নিয়ে উন্মাদনা কতটুকু? 

গত ৩০শে আগস্ট থেকে শুরু হয়েছে পুরুষ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। এইটি পুরুষ এশিয়া কাপের ১৬তম আসর। টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ করেছে। পাকিস্তানে মোট চারটি এবং শ্রীলঙ্কায় মোট ৯টি খেলা অনুষ্ঠিত হবে।  

গ্রুপ পর্বের খেলা ইতিমধ্যেই শেষ হয়েছে। নেপাল ও আফগানিস্তান প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে।আজ থেকে এশিয়া কাপে শুরু হচ্ছে সুপার ফোর রাউন্ডের খেলা। সুপার ফোর রাউন্ডে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এই চারটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। মানে চারটি দল সুপার ফোরে তিনটি করে ম্যাচ খেলবে। পয়েন্টের ভিত্তিতে সুপার ফোর থেকে দুটি দল ফাইনালে খেলবে।আজ, সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। আগামি ১৭ই সেপ্টেম্বর কলম্বো সময় বেলা ৩টায় ক্যান্ডিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, খেলার অন্যতম আয়োজক শ্রীলঙ্কা হলেও সেখানকার সরকারি বা বেসরকারি কোন টেলিভিশন চ্যানেল এশিয়া কাপের কোন খেলাই সম্প্রচার করছে না। যাদের পক্ষে সম্ভব তারা মাঠে বসে সরাসরি খেলা উপভোগ করছেন। 

ঠিক একই চিত্র দেখা গেছে বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়েও। শ্রীলঙ্কার কোন টেলিভিশন চ্যানেল বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করেনি। মজার ব্যাপার হচ্ছে, বিশ্বকাপ ফুটবল সম্পর্কে বেশিরভাগ শ্রীলঙ্কানদের কোন ধারনাই নেই। তবে বিষয়টি আমার জন্য অত্যন্ত বেদনার। বিশ্বকাপ ফুটবল চলাকালে যেমন মর্মাহত হয়েছিলাম, এশিয়া কাপ চলাকালেও আমি একই ভাবে মর্মাহত।  


আরও পড়তে ক্লিক করুন 

যে খেলায় আমি মেডেল পেলাম সেই খেলার নামটা জানি কি?

নববর্ষ ও আমার অভিজ্ঞতা 

যেভাবে আমি প্রবাসী হলাম

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.