কঠিন প্রাণ
কবিঃ মেরী চন্দনা গমেজ
প্রতীক্ষা |
আহারে! কি কঠিন প্রাণ
গলেনা কি তাহা, দেখেও করে সে না দেখার ভান।
জানিনা কি বিরাজে তাহার মনে
একা বসে ভাবি আমি তা নির্জনে।
বলঃ ওহে বন্ধু বল আর কতদিন
সত্যি তব প্রাণ কি কঠিন।
নানান জটিলে, রও তুমি আড়ালে,
হাস না হাসি মৃদু করে, তুমি আজও স্মৃতির অন্তরালে।
জড়ায়ে গিয়েছিলেম তব অসীম মায়ায়
আজো কি ভুল বুঝ হে আমায় ?
ঐ নির্জন পথে,
হেঁটে যাও তুমি, সহসা একা, সহসা কেউ রয় সাথে
কেন তুমি এত নীরব চুপ হয়ে রও
আজও ভাঙ্গেনি কি অভিমান তব, কেন কথা নাহি কও?
আজও কি তুমি বিরক্ত,
এই ভেবে হৃদয় কি করেছো শক্ত।
আর কত অপেক্ষায়,
তোমার কণ্ঠেরও বাণী শোনার প্রতীক্ষায়,
তুমি কি আজো বুঝ না আমায়।
আরও কবিতা পড়তে ক্লিক করুন
No comments