Header Ads

এই তো আছি বেশ

কবিঃ সুপর্ণা এলিস গমেজ 


এই আছি বেশ 


এভাবে আমাকে কাঁদিয়ে তোর লাভ কি হল বল?
তুই ভেবেছিস তোকে ছাড়া একদমই অচল। 

এমন যদি ভেবে থাকিস 

করিস নি তা ঠিক।

তোর কারনে রাস্তা আমার 

পাল্টিয়েছে  দিক।


এখন আমি স্কুলে পড়াই সবুজ গ্রামে এসে 

ছুটির পরে স্কুলের ঘাটে বসে স্কুলের শেষে।

তোর কারনে এখন কেউ মনে ধরে না

তোর মুখটা এখন আমার মনেই পড়ে না।

মনে আছে? 

হিজল তলে লাল বিছানায় শুয়ে 

আকাশের ঐ মেঘ দেখতি 

হাতটি আমার ছুঁয়ে ।


আচ্ছা, তুই কি এখনো আগের মত সিগারেটে  দিস টান?

তোর সিগারেটে আমার ছিল যত অভিমান।

করলে বারণ আমার উপর যেতিস কত রেগে

দুঃখ তখন আমার মনে উঠত ভীষণ জেগে।

এখনো কি তুই সিগারেটে টান মারিস আয়েস করে?

এখন নিশ্চয়ই নতুন মানুষ তোর জীবনের ঘরে ।


তবুও আমি বেশ আছি
 
নিজের মতো থাকি।

বৃষ্টি এলে শাড়ির আঁচল

মাথায় তুলে রাখি।

এখন আমি বড্ড স্বাধীন 

একা সাজাই ঘর,

তুই তো এখন আমার কাছে 

হয়ে গেছিস পর।

আমার কথা কখনো তোর যদি পরে মনে

আড়াল করে একটু কাঁদিস 

অতি সঙ্গোপনে। 

কবিতাটি শুনতে ক্লিক করুণ 




আরও কবিতা পড়তে ক্লিক করুন 



No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.