কবিতাঃ সন্ধান
সুপর্ণা এলিস গমেজ
সজনে পাতা |
সজনে পাতা সজনে পাতা
একটু শুনে যাও,
আমার গায়ের পথটি কোথায়
একটু বলে দাও।
আঁকাবাঁকা নদীর পাড়ের
দূর-দুরান্ত জুড়ে,
এ গাঁও খুঁজি ও গাঁও খুজি
মরছি ঘুরে ঘুরে।
হলদে রঙের সর্ষে ক্ষেতে
যেই না পাড়ি দেই,
দেখি সেথায় হলুদে ফুলের
গ্রামটি যে মোর নেই।
মা বলেছে, দেখবি যেথায়
কদম তলার ছায়,
দুষ্টু রাখাল দিচ্ছে যে সুর
মোহন বাঁশিটায়।
যে গাঁয়েতে আকাশ মাটির
ভালবাসার সৃষ্টি,
পাতায় পাতায় নাচন লাগায়
বাদলা দিনের বৃষ্টি।
যে গাঁয়েতে কৃষাণবধু
আলতা রাঙ্গা পায়,
কলসি কাঙ্খে জল আনতে
নদীর পাড়ে যায়।
যে গাঁয়েতে দোয়েল কোয়েল
শালিক ফিঙ্গের গান,
আরও আছে, রাঙ্গামাসির
মায়ায় ভরা প্রাণ।
মা বলেছে সেই গাঁয়েতে
ঘরটি যে মোর আছে,
দীঘির জলে মাছ আছে ঐ
মোর ঘরটির পাছে।
সজনে পাতা সজনে পাতা
একটু বলে দাও,
কোথায় আছে আমার গাঁয়ের
ছোট্ট ডিঙ্গি নাও।
এই কবির আরও কবিতা পড়তে ক্লিক করুন
No comments