Header Ads

পথের প্যাঁচাল-১

মাঝে মাঝে আমাদের মনে নানান ধরনের চিন্তা উঁকি দেয়, যেসব চিন্তার স্থায়িত্ব হয়তো খুবই কম, অর্থও হয়তো কারো কারো কাছে অর্থহীন। কিন্তু আপনার মনে হয় আপনার চিন্তার বিষয়টা অনেক জটিল, যার হয় তো কোন সমাধান নেই, যা হয় তো কাউকে বলাও যায়না। একটা সময় হয়তো আপনার সেসব না বলা কথাগুলো হারিয়ে যায় কাজের চাপে, রাস্তার যানজটের শব্দে কিংবা যান্ত্রিক কোলাহলে। 

লিখে পাঠান আপনার মনের সেসব উদ্ভট কিংবা অতি গুরুত্বপূর্ণ কথাগুলো। 

"মৈত্রীর পৃথিবী" ব্লগ শুরু করেছে "পথের প্যাঁচাল" নামে একটি বিভাগ। যেখানে সংরক্ষিত থাকবে আপনাদের মনের নানান উপাখ্যান।


পথের প্যাঁচাল 



আজকের "পথের প্যঁচাল" বিভাগে লিখেছেন ----- 

তুষার গমেজ 


চলার পথে হঠাৎ করেই অচেনা কেউ বা করা যেন ছোট ছোট ঘর বাধে অন্তরে.........সে সকল ঘরগুলো
আবার ভেঙেও যাই অথবা দূরে সরে যায় কালক্রমে। আজও এই সম্পর্ক গুলোর কোনো নাম দিতে পারিনি, পারিনি তাকে ঝাঁকিয়া রাখিতে। তবে কেন যেন প্রতিটি সম্পর্কই উদয় হয় কোনো না কোনো বার্তা নিয়ে। আর সে বার্তা কখনো সুখময় বা কখনো জ্বলন্ত শিখার মতো তাপময়ী হয়ে জালিয়ে দিয়ে যায়, তবুও না আমরা আবার সম্পর্ক গড়ি খুব যত্নে খুব ভালোবাসায়। এ প্রক্রিয়াটি মানুষের জীবনের অত্যন্ত বাঞ্চনীয় একটি ধারা। যারা প্রকৃতির এ ধারাকে অবহেলা করে তারা শূন্য, তারা একা, তারা নিষ্ঠুর, তারা বড্ড বাকহীন স্বার্থপর। তোমরা জীবনকে কেন জীবন হিসেবে দেখো, কেন দেখোনা জীবনেরও একটি জীবন আছে সেটা যত তুচ্ছই হোক না কেন... প্রকৃতি তো তাকে তার রাজত্ব দিতে কার্পণ্যতা করেনি এক ফুটোও। সে দিয়াছে তার নিজেকে এবং তার প্রতিটি অংশকে সম্পূর্ণ রূপে ভালোবাসিবার অধীকার।

কেন অধিকার নেই তোমার্ তবে কি তুমি শূন্য , তুচ্ছ নাকি নতুন জেনারেশনের একটি রোবট মাত্র, হা হা
হা...বোতাম টিপলেই যার ছকে বাধা চাল-চলন ও ভিন গ্রহি এক উদ্ভট কণ্ঠস্বরের চেঁচা-মেচি।

কে হে তুমি ? কিইবা তোমার পরিচয় !!!!!


লেখা পাঠাবার ঠিকানা  shomatc@gmail.com

এছাড়া মেসেঞ্জারে পাঠাতে পারেন 

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.