কাছে থেকেও দূরে
কবিঃ মেরী চন্দনা গমেজ
দূরে |
কাছে থেকেও দূরে
ওহে বন্ধু কেন,
কেন কও না কথা একটিবারে?
দীর্ঘদিন শুধাইছিলেম তোমারে
সবাকারেই ভীড়ে
তোমারেই দেখি আড়চোখে ফিরে।
ওহে বিদেশী বন্ধু হে আমার
তোমাতে আমাতে শেষ কথা হয়েছিল তাই ভাবি বারবার।
সয়েছি কত অপমান
তবুও বলি আজও করি তোমারে সম্মান।
জানিনা কবে কখন তুমি চলে যাবে দূরে
এ নগর ছেড়ে।
আর কি হবে না কথা একটিবারে
ভাঙ্গিবে কি তোমার জমানো অভিমান
হৃদয় যে ভেঙ্গে সদা খানখান।
হে স্রষ্টা মিলাও দু'জনারে
প্রিয় বন্ধুরুপে আজও বিরাজে সে অন্তরে
আজো ভালবাসি হে প্রীতিভাজন তোমারে।
যেথায়ই যাও দূরে
ভুলিবনা তোমারে ।
এই কবির আরও কবিতা পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন
No comments