চিনতে পারো?
কবিঃ সুপর্ণা এলিস গমেজ
চিনতে পারো?
তোমরা আমায় চিনতে পারো?
তোমার বাড়ির ঐ আঙ্গিনায়
শিউলি ফুলের গাছে
ভোরের শিশির ফোঁটায় ফোঁটায় লুটিয়ে পড়ে আছে।
ঠিক সেখানে শুকনো পাতা হয়ে মাটির পরে
পড়েছিলাম ঝরে।
তোমরা আমায় চিনতে পারো?
তোমার বাড়ির ভাঙা দেয়ালে চড়ুই পাখির বাসা
ডিম ফুটে সব পাখির ছানা উড়বে মনের আশা।
ঠিক সেখানে খড়কুটুতে হাওয়া হয়ে এসে
সুখ-সাগরে পাল তুলেছি খেয়া নৌকায় ভেসে।
তোমরা আমায় চিনতে পারো?
তোমার বাড়ির পুকুরধারে
শান বাঁধানো ঘাটে
রাখাল বালক শিস দিয়ে যায়
সূর্য্যি নামার পাটে।
ঠিক সেখানে হিজলতলে
বিছিয়ে লাল ফুল
হয়েছি আকুল।
তোমরা আমায় চিনতে পারো?
কবিতাটি শুনতে ক্লিক করুন
কবি সুপর্ণা এলিস গমেজের আরও কবিতা পরতে ক্লিক করুন
No comments