এ যেন বিস্ময়কর এক রেকর্ড
১৯৭৩ সালের কথা। শ্রীলঙ্কার
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সারা দেশের স্কুলগুলোতে নাটিকা প্রতিযোগিতার আয়োজন
করে। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেন্ট অ্যান্থনি স্কুলের একাদশ শ্রেণীর ছাত্ররা।
যোগাযোগ ব্যাবস্থা তত উন্নত না হওয়ায় সেন্ট অ্যান্থনি স্কুল যখন প্রতিযোগিতার কথা জানতে
পারে তখন তাদের হাতে আছে মাত্র এক সপ্তাহ। জায়ান্থা বিজেসিঙ্ঘে নামের এক ছাত্র লিখে
ফেলেন একটা নাটকের স্ক্রিপ্ট "We kill Him"। ১৭/১৮ বছরের কিশোরেরা আদাজল খেয়ে প্রস্তুতি নিতে লাগল।
সারা শ্রীলঙ্কার স্কুলগুলো প্রতিযোগিতায় অংশ নিল। প্রতিযোগিতা শেষে দেখা গেল ওয়াত্তালা
সেন্ট আন্তনি স্কুলের ছাত্ররা প্রথম স্থান অধিকার করেছে।
we kill him |
বিজ্ঞ বিচারকগণ জানিয়েছিলেন
যে, নাটকে শিক্ষণীয় স্ক্রিপ্ট ছিল, দক্ষ একটা দল ছিল। যারা তাদের সুনিপুণ অভিনয় দিয়ে
নাটকটিকে জীবন্ত করে তুলেছিল। এরপর প্রতিযোগিতায়
প্রথম হওয়া দলটি শ্রীলঙ্কার প্রত্যেকটি প্রদেশের প্রত্যেকটি স্কুলে ঘুরে ঘুরে নাটকটি
প্রদর্শন করে। সারা দেশে নাটিকাটি সাড়া ফেলে দিয়েছিল। এই নাটকের কথা তখন প্রকাশিত হয়েছিল দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায়।
স্কুলের ছাত্ররা |
গল্পটি ৫০ বছর আগের। এবছর অর্থাৎ
২০২৩ সালের ২৫শে জুলাই নাটিকাটি প্রদর্শনের ৫০ বছর পূর্ণ হল। তবে মজার ব্যাপার হচ্ছে
৫০ বছর পর সেই নাটকটি একই মঞ্চে প্রদর্শন করলেন সেই কিশোরেরাই, যাদের বয়স এখন প্রায়
৭০ বছর। আমি তাদের কিশোরই বলছি কারণ কিশোরের মত না হলে ৭০ বছর বয়সে কখনই এত উৎসাহ উদ্দীপনা
নিয়ে ৫০ বছর পর একই স্কুলে, একই মঞ্চে সেই একই দল নাটকটি মঞ্চস্থ করতে পারতো না।
বর্তমান অভিনেতারা |
সেন্ট আন্থনি স্কুলের সেই মঞ্চে উপস্থিত ছিলেন সেই বিচারক দলের সদস্যগণ, যাদের বিচারে ৫০ বছর আগে নাটকটি প্রথম হয়েছিল। আমন্ত্রিত ছিলেন ৫০ বছর আগের সেই শিক্ষক এম ভি এল পিরিস যিনি কিশোরদের বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। স্যারের বর্তমান বয়স ৮৮ বছর। এবারের প্রদর্শনীতে ছিল না শুধু সেই ৫০ বছর আগের দর্শক। আবার উপস্থিক ছিল স্কুলের বর্তমান ছাত্ররা। অনুষ্ঠান শেষে এম ভি এল পিরিস স্যারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা দেয়া হচ্ছে ৮৮ বছর বয়সি শিক্ষককে |
তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে
হচ্ছে ৫০ বছর আগের সেই কিশোর দল থেকে ৪ জন উপস্থিত থাকতে পারেন নি। দেশের বাইরে অবস্থান করায় নতুন করে ৪ জনকে নাটকে নেয়া
হয়েছে।
৫০ বছর আগে যে কাপটি পুরস্কার হিসেবে পেয়েছিল |
নাটক প্রদর্শনের ৫০ বছর উপলক্ষে
৭০ এর কাছাকাছি কিশোরেরা একটা ম্যাগাজিন বের করেছেন। সেখানে দলের সবার ছবি দিয়ে নাটকে
কার কি ভুমিকা, বর্তমানে কে কোথায় থাকে, কে কি কাজ করে, কিভাবে কাটছে তাদের দিনকাল
বিস্তারিত তুলে ধরা হয়েছে। আরও তুলে ধরা হয়েছে তাদের অনুভূতি।
৫০ বছর আগে মঞ্চস্থ করা নাটক ৫০ বছর পর সেই একই মঞ্চে একই অভিনেতাদের অভিনয় করাটা সত্যি বিস্ময়ের।
আরও পড়তে ক্লিক করুন
No comments