Header Ads

বয়স যাচ্ছে বেড়ে

 কবিঃ সুপর্ণা এলিস গমেজ 


বয়স 



আমার নাকি বয়স যাচ্ছে বেড়ে  

চুলের রঙ্গে সাদা কালোর কষ্ট

স্মৃতির পটে রঙ ফেলেছে ছেলে

ভুলে ভুলে সব অতীতই নষ্ট ।

 

আমার নাকি বয়স যাচ্ছে বেড়ে  

চোখের পাশে হাল্কা কিছু রেখা,

সাজসজ্জার দেয়ালটিকে ছেড়ে

সবার চোখে যায় এসবই দেখা।

 

আমার নাকি বয়স যাচ্ছে বেড়ে   

কপাল ছুঁয়ে ঝুলছে সাদা চুল,

কালির ছোঁয়া না লাগিয়ে বুঝি

তোমার কথায় করছি মস্ত ভুল।

 

আমার নাকি বয়স যাচ্ছে বেড়ে  

সেই চিন্তায় পালায় তোমার ঘুম,

মেহেদি পাতা বাটছ জোরেশোরে

রঙ লাগানোর প’রে গেছে ধুম।   

 

আমার নাকি বয়স যাচ্ছে বেড়ে  

ঘুম ভাঙ্গতে হচ্ছে বুঝি বেলা,

 তোমার কথায় পাত্তা কেন দেই না

মাথায় তোমার চিন্তা করে খেলা।

 

আমার নাকি বয়স যাচ্ছে বেড়ে  

যতই আমি আঁকছি কাজল চোখ,

তোমার নজর আমার চুলের পরে

আমার চুলে তোমার যত শোক।



কবিতাটি শুনতে ক্লিক করুন 




আরও কবিতা পড়তে ক্লিক করুন


আত্মসমর্পণ 

জ্বীনে ধরা শিল্পী 

যথাযুক্ত 

 

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.