বয়স যাচ্ছে বেড়ে
কবিঃ সুপর্ণা এলিস গমেজ
বয়স |
আমার নাকি বয়স যাচ্ছে বেড়ে
চুলের রঙ্গে সাদা কালোর কষ্ট
স্মৃতির পটে রঙ ফেলেছে ছেলে
ভুলে ভুলে সব অতীতই নষ্ট ।
আমার নাকি বয়স যাচ্ছে বেড়ে
চোখের পাশে হাল্কা কিছু রেখা,
সাজসজ্জার দেয়ালটিকে ছেড়ে
সবার চোখে যায় এসবই দেখা।
আমার নাকি বয়স যাচ্ছে বেড়ে
কপাল ছুঁয়ে ঝুলছে সাদা চুল,
কালির ছোঁয়া না লাগিয়ে বুঝি
তোমার কথায় করছি মস্ত ভুল।
আমার নাকি বয়স যাচ্ছে বেড়ে
সেই চিন্তায় পালায় তোমার ঘুম,
মেহেদি পাতা বাটছ জোরেশোরে
রঙ লাগানোর প’রে গেছে ধুম।
আমার নাকি বয়স যাচ্ছে বেড়ে
ঘুম ভাঙ্গতে হচ্ছে বুঝি বেলা,
তোমার কথায় পাত্তা কেন দেই না
মাথায় তোমার চিন্তা করে খেলা।
আমার নাকি বয়স যাচ্ছে বেড়ে
যতই আমি আঁকছি কাজল চোখ,
তোমার নজর আমার চুলের পরে
আমার চুলে তোমার যত শোক।
কবিতাটি শুনতে ক্লিক করুন
আরও কবিতা পড়তে ক্লিক করুন
No comments