Header Ads

আত্মসমর্পণ

কবিঃ তুষার 


আত্মসমর্পণ 


 জীবন কুড়ায় স্বপ্ন তোমার,

জীবন চেনায় স্বর্গ তোমার।
 
জীবনের টান ঘোচায় জীবন,

জীবনের গান শোনায় জীবন।
 
জীবন নরকে যায় নিয়ে যায়,
 
জীবন জ্বালায় অগ্নি শিখায়।

জীবন হিংসা জীবনই শোধয়,

জীবন বোঝায় তোমাকে আমায়।
 
জীবন কখনো করে না ক্ষমা,
 
জীবনের নাই খরচ জমা।
 
জীবন দেয় না জীবনের দান,
 
জীবন দেবে না জীবনের মান।
 
জীবন জানেনা ভক্তি শ্রদ্ধা,
 
জীবন বোঝেনা তত্ব বক্তা।
 
জীবন নেবেনা কোনো প্রতিশোধ,

জীবন বিলাবে শুধু নির্বোধ।

জীবনের কথা জীবন বলিবে,
 
জীবনের হাস জীবন হাসিবে।
 
জীবন হিসাব জীবন বোঝাবে,

জীবনের জালে জীবন জড়াবে।
 
জীবনের চালে জীবন নড়বে,

জীবনের ভয়ে, জীবন মারবে।

তোমার জীবন আমারই স্বপন,

আমার জীবন শুধু অর্পণ।


আরও কবিতা পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন 



No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.