বৌকে বলেছি
কবিঃ সাইমন গমেজ
![]() |
বৌ |
বয়সের সাথে তুলনার ধন
টাকার দানে সম্মান
হৃদয়ের টানে হারানো মন
ভালোবাসতে বদনাম।
বুঝাবে যাকে বুঝা যার পিঠে
বুঝিয়ে কি বোঝানো যায়
বোঝার জীবন বহনে হবে
তোমার জীবনও দায়।
সকলের ভাব, ভাবতে গেলে
সময় কে দেবে হায়
আমার ভাবনা আমার হয়ে
কে যে ভাবিবে তায়।
বোঝাতে তোমাদের এ জীবনো দায়
ওঝা নাহি পায় কুল
কে বোঝাবে তোমাদের হয়ে
ওঝাও করে যে ভুল।
নিষ্প্রাণ হয়ে নিঃশ্চুপ শুনি
তোমার বিদ্ধ কথা
সত্য বলো না, মিথ্যা বলো
তুমি নির্দয়ী হেথা।
ধরিয়ে দিলে ভুলের বাঁধন
সাধন আর করিবে না
না দিলেও মোর সাধনার দোষ
শেখাতে তো ছাড়িবে না।
আরও কবিতা পড়তে ক্লিক করুন
No comments