জ্বীনে ধরা শিল্পী
কবিঃ সাইমন গমেজ
শিল্পী |
কে বলে তোমাদের সমাজে শিল্পী জন্ম দিতে
রাস্তায় পড়ে থাকা এক পয়সা মূল্যের
একটি প্রাণের নির্ধারণ নিতে ............
যে সমাজ তৈরি করে, সমাজে এনেছ মোরে
আজ তাদেরই গল্প বলে শিল্পীকে সরাও দূরে
অস্ত্র তোমাদের সমাজ, ধর্ম আর নীতি বাক্য
শিল্পী মন মানবেনা বাঁধা, করবেনা কোন ঐক্য
স্বাধীন আমি, স্বাধীনতা মোর, চাইনা কোন মঞ্চ
ভাঙ্গিব গড়িব তবুও করিনা শিল্পী মনকে ধ্বংস ।
শিল্পী |
বাঁধা না-ই দিলে, না-ই-বা বিধালে, হৃদয়ে শিল্প রাখি
ছেড়ে দিলে মোরে রক্ত তুলবে তোমাদের সব আঁখি
কখনো পিতা, কখনো মাতা, কখনো সমাজের মানুষ
তোমরা জান না শিল্পী জানে উড়াতে মনের ফানুস ।
আমি রবো না, রবে না তোমরা, নব কপালে ভাঁজ
মরেছ তোমরা মরেছি আমি রয়ে গেছে মোর কাজ।
শিল্পী |
সাইমন গমেজের আরও কবিতা পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন
No comments