যেমন আমি
কবিঃ সাইমন গমেজ
যেমন আমি |
সবার কথা শুনতে পারবো না
সবার জ্ঞানে হবোনা জ্ঞানী
ধার করা বিদ্যার শ্রদ্ধা জানাবো
দেব শ্ৰেষ্ঠত্বের সম্মানী।
তোমার বই পড়া জ্ঞান থাক তোমার
আমার বাপের মায়ের, তীক্ত কথা আমার
তুমি অস্বীকার, নিজেকে লুকাও
ক্ষনিকের স্বীকৃতি, নিজেকে বোঝাও
আমার অবুঝ আমি হতে চাই
নেবো না সঙ্গে তোমাকে যে তাই
স্বার্থপরের জীবন বলে
কত টা হে স্বার্থপর তুমি ???
আমি তোমায় বলছি হে
ধরিনা কাউকে গুনাই আমি
স্বার্থপরের জীবন
মা ভাই বোন মানিনা আমি
সবাই আমার আপন
কেনো বাধা দিবে,
তোমরা আমাকে
আপনো প্রীতি লোকে
পাছে বলে তাই, ভাবিও না আর
মরেছি আপ'নো শোকে।
বাঁধা কেন দাও, বাঁধিবার চাও
মিলন ঠেকাবে কে?
ভালোবাসা যদি সহিতে তুমি
ঘৃণা করিবে কে?
আরও পড়তে ক্লিক করুন
No comments