Header Ads

যেমন আমি

কবিঃ সাইমন গমেজ 

 
যেমন আমি 


সবার কথা শুনতে পারবো না

সবার জ্ঞানে হবোনা জ্ঞানী 
 
ধার করা বিদ্যার শ্রদ্ধা জানাবো

দেব শ্ৰেষ্ঠত্বের সম্মানী।
 
তোমার বই পড়া জ্ঞান থাক তোমার
 
আমার বাপের মায়ের, তীক্ত কথা আমার

তুমি অস্বীকার, নিজেকে লুকাও

ক্ষনিকের স্বীকৃতি, নিজেকে বোঝাও
 
আমার অবুঝ আমি হতে চাই
 
নেবো না সঙ্গে তোমাকে যে তাই
 
স্বার্থপরের জীবন বলে 

কত টা হে স্বার্থপর তুমি ???

আমি তোমায় বলছি হে

কি লাভ সাথে মোর চলে !!!

যেমন আমি 



ধরিনা কাউকে গুনাই আমি

স্বার্থপরের জীবন
 
মা ভাই বোন মানিনা আমি
 
সবাই আমার আপন
 
কেনো বাধা দিবে,
 
তোমরা আমাকে
 
আপনো প্রীতি লোকে
 
পাছে বলে তাই, ভাবিও না আর
 
মরেছি আপ'নো শোকে।

বাঁধা কেন দাও, বাঁধিবার চাও
 
মিলন ঠেকাবে কে?

ভালোবাসা যদি সহিতে তুমি

ঘৃণা করিবে কে?


আরও পড়তে ক্লিক করুন



No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.