ইছামতি নদী
সাইমন গমেজ
ইছামতি পাড়ে |
নিয়ে যাব তোরে, ইছামতি পাড়ে
দেখতে আঠারোগ্রাম
উচ্ছ্বাসে তুই গলা ছাড়িয়া
ডাকবি আমারি নাম।
ছায়া সরুপথ এঁকে বেঁকে গেছে
তবু নদী পাড়ে হাটি
কুঁড়িয়া লাঠি কাঁদা মেখে পায়ে
ঝাউবনগুলো ঝাটি।
পকেটে নিয়ে টুকরো গুড়
আর একমুঠো মুড়ি
রোদ গায়ে ঢেলে চাক্কি চালিয়ে
এবাড়ি ওবাড়ি ঘুরি।
ইছামতি নদী |
খুড়ি কাঁদামাটি হাতে নিয়ে কাঠি
খরা ভরে কেঁচো তুলি
বড়শি বাইতে নদীর পাড়েতে
নাওয়া খাওয়া সব ভুলি
চলবে-----
আরও পড়তে ক্লিক করুন
No comments