Header Ads

এখন হাসি

কবিঃ সাইমন গমেজ


ভাই 



আমার বড় ভাই,
ছিল ছোট তাই
হিংসে করে সে
আমার জন্মের
ওর মায়ের দুধ
আমি কেন খাই
মা আমাকে এখন বেশি
ভালোবাসে তাই
আমিতো দুধের শিশু
চার বছরেই স্বার্থ
বুঝেছিলো মোর ভাই
চুরি কিভাবে করতে হয়
আমার টাকা না চুরি করলে
নাই শিখতাম না হয়
ভালোই হইয়াছে
দুইজন টাকা বেশি
হ্যা হ্যা টাকাতো তোর কাছে
তুই সাধু আমি চোর বেশে
তুই বড় তুই চালাক
আমি ছোট শুধু
তোকে ভালোবেসে .....


আরও কবিতা পড়তে ক্লিক করুন



No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.