Header Ads

প্রতিবেশীর প্লাটিনাম জুবিলীতে প্রাপ্তি ও প্রত্যাশা

 

 

প্রতিবেশী 

ভূমিকা: বাংলাদেশ কাথলিক মন্ডলীর নিয়মিত মুখপাত্র প্রতিবেশী। যা পবিত্র মঙ্গল সমাচারের মূল্যবোধে মানুষের পরিপূণ© বিকাশ মানব সমাজের সাবি© উন্নয়নে গুরুত্বপূণ© ভূমিকা রেখে চলছে। প্রতিবেশী নামক যে ছোট্ট চারা গাছটি সুদীঘ© ৭৫ বছর আগে রোপন করা হয়েছিল, আজ তা ফুলে-ফলে, রুপে-রসে, গন্ধে-বণে© হয়ে উঠেছে একটি পরিপূণ© বিজ্ঞ বৃক্ষ। বৃক্ষ যেমন প্রকৃতিকে তার ফুল-ফল, শ্বাস-প্রশ্বাস, ছায়া-লতা-পাতা উজার করে বিলিয়ে দেয়, প্রতিবেশী নামক বিজ্ঞ বৃক্ষটিও সুদীঘ© ৭৫ বছর যাবত বাংলাদেশ খ্রীষ্টীমন্ডলীতে বিলিয়ে চলছে তার সত্য-সুন্দর, প্রেম-দয়া, বিশ্বাস-শ্রদ্ধা, শান্তি-ন্যয্যতা, ক্ষমা ভালবাসার বাণী।

প্রতিবেশীর প্লাটিনাম জুবিলীতে আমাদের প্রাপ্তি: প্রতিবেশীর প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পয©ন্ত সব©ত্রই প্রাপ্তির ঢালি। প্রাপ্তির বিষয়গুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হলো:

১। জ্ঞানের ভান্ডার প্রতিবেশী

২। দক্ষ লেখক সৃষ্টি প্রতিভা বিকাশে প্রতিবেশী

৩। মঙ্গলসমাচার ঘোষণা আধ্যাত্মিক উন্নয়নে প্রতিবেশী

৪। যোগাযোগ সম্পক© সৃষ্টিতে প্রতিবেশী

৫। খ্রীষ্টীয় মূল্যবোধ বিস্তারে প্রতিবেশী 

৬। দৈনন্দিন প্রয়োজনে প্রতিবেশী

৭। কম©সংস্থান প্রতিবেশী

উপরুক্ত বিষয়গুলোকে নিন্মে ব্যাখ্যা করা হলো:

১। জ্ঞানের ভান্ডার প্রতিবেশী: বহুল প্রচলিত একটি প্রবাদ আমরা সবাই জানি, Òযতই পড়বে, ততই জানবেÓ তবে বত©মানে প্রযুক্তির উন্নয়ন তার সহজলভ্যতার কারণে আমাদের জানার ক্ষেত্রগুলো এত ব্যাপক যে আমরা কোনটা জানবো, কোনটা জানবো না কিংবা কোনটা ভাল, কোনটা মন্দ তাই নিয়ে দ্বিধাগ্রস্ত। সেই অথে© প্রতিবেশী সম্পূণ© মানবিক, ধমী© আধ্যাত্মিক জ্ঞানভান্ডারে পরিপূণ© একটি পত্রিকা। প্রতিবেশী কেবলমাত্র কোন একটি পাঠক সমাজকে লক্ষ্য করে প্রকাশ করা হয় না। প্রতিবেশী ছোট-বড়, যুবক-যুবতী, নারী-পুরুষ, ধনী-গরীব, ব্রতধারী-ব্রতধারীনিসহ সব©স্তরের খ্রীষ্টভক্তদের জন্য প্রকাশ করা হয়। প্রতিবেশীর পরিপূণ© জ্ঞানের ভান্ডার সবার জন্য উন্মুক্ত্ এবং সবার জন্যই প্রযজ্য। প্রথমত, প্রতিবেশীর প্রচ্ছদের দিকে চোখ বুলালেই প্রতিবেশীর মূল শিরোনাম সম্বলিত সংখ্যাটি সম্পকে© একটি ধারনা হবে, যেমন সংখ্যাটিতে কোন বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। সম্পাদকীয় লেখাটি জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে চিন্তার জগrকে প্রসারিত করতে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের আনাচে-কানাচে খ্রীষ্টান জনবসতি, ধম©পল্লী বা ধমী© সংগঠনগুলোতে কখন, কোথায়, কি হচ্ছে বা হবে তার বিস্তারিত আমরা জানতে পারছি গ্রাম বাংলার খবর থেকে। আজকাল টিভিচ্যালেনগুলোর দৌরাত্ব্যে আমরা বহি©বিশ্বের খবর জানতে পারছি অনায়াসে কিন্ত বিশ্বমন্ডলীর খবর আমরা কয়জনইবা রাখছি অথবা কয়টি চ্যানেল তা গুরুত্বের সাথে প্রচার করছে? একমাত্র প্রতিবেশীতে প্রকাশিত বিশ্বমন্ডলীর সংবাদের মাধ্যমেই আমারা কাথলিক মন্ডলীর নেতা পোপ পোপের কম©কান্ড এবং আন্তজা©তিক পরিমন্ডলে কাথলিকদের অবস্থান এবং তাদের জীবনযাত্র সম্প©কে জানতে পারছি। শুধুমাত্র খ্রীষ্টধম© নয়, হিন্দু-মুসলিম-বৌদ্ধ ধমা©বলম্বীদের ধমী© উৎসবগুলোতেও আমরা পাচ্ছি তথ্যবহুল বিশ্লেষণমূলক প্রবন্ধ এবং বাণী। যা আমাদের জ্ঞানের ভান্ডারকে আরো প্রখর করছে। আমরা অনেকেই হয়তো স্যাটেলাইট চ্যালেনগুলোর কারণে অনেক বিষয়েই এগিয়ে কিন্তু আমাদের পিছিয়ে পড়া খ্রীষ্টান অনেক ভাইবোন রয়েছেন যাদের কাছে বিনোদোন কিংবা জ্ঞানের ভান্ডার মানেই হয়তো সপ্তাহে একটি প্রতিবেশী।

২। দক্ষ লেখক সৃষ্টি প্রতিভা বিকাশে প্রতিবেশী: বাংলাদেশ খ্রীষ্টমন্ডলীতে আজ যারা স্বনামধন্য লেখক, সাংবাদিক সাহিত্যিক তাদের অনেকেরই হাতেখড়ি হয়েছে প্রতিবেশিতে তা বলার অপেক্ষা রাখে না। প্রতিভাবান এসব লেখকদের লেখনিতে প্রতিবেশী যেমন হয়েছে সমৃদ্ধ, ঠিক তেমনি লেখকেরাও হয়েছেন সিদ্ধহস্ত। প্রতিবেশী অনেকের জীবনেরই টানি©s পয়েন্ট। প্রতিবেশী হতে প্রাপ্ত অভিজ্ঞাকে সম্বল করে অনেকই বিভিন্ন গণমাধ্যমে নিজেদের মেধাকে কাজে লাগাচ্ছেন এবং জীবিকা নিবা© করছেন। ছোটদের আসর বিভাগটি প্রতিভা বিকাশের ক্ষেত্রে একটি বড় উদাহরণ। এই বিভাগে শিশুরা তাদের প্রথম লেখা কবিতা, ছড়া, অংকন, গল্প লিখে এবং অন্যদের প্রকাশিত লেখাগুলো পড়ে ভবিষ্যতে লিখতে rসাহী আগ্রহী হচ্ছে। এই বিভাগে প্রকাশিত ইতিবাচক মননশীল লেখাগুলো কোমলমতি শিশুদের জীবনে প্রভাব ফেলছে যা তাদেরকে ভবিষ্যতে বাংলাদেশ কাথলিক মন্ডলীতে বড় ভূমিকা রাখতে সহায়তা করবে। বতর্মানে টিউশনি নিভ© শিক্ষা-ব্যবস্থার কারণে শিশুদের লেখা-ধুলার সময় একদমই হয়ে উঠে না। আবার যেটুকু সময় পায় সেটুকু চলে যায় টিভিদেখে, মোবাইল কিংবা কম্পিউটারে গেম লেখে। এক্ষেত্রে  সাপ্তাহিক প্রতিবেশী হতে পারে শিশুদের জন্য উত্তম একটি বিনোদন মাধ্যম যা থেকে শিশুরা ছোটদের উপযোগি নৈতিক গল্প, ছড়া, কবিতা এবং ছবি অঙ্কনেরর মতো বিষয়গুলোতে অংশগ্রহণ করে নিজেদের মেধাকে বিকশিত করতে পারে।

৩। মঙ্গলসমাচার ঘোষণা আধ্যাত্মিক উন্নয়নে প্রতিবেশী: সরাসরি পবিত্র মঙ্গল সমাচার প্রচারে প্রতিবেশী বলিষ্ঠ ভূমিকা রেখে চলছে। রবিবাসরীয়তে বিভিন্ন ÒকালÓ অনুযায়ী বাণীপাঠের উপর পুরোহিতের বিশ্লেষণমূলক উপদেশ, কাথলিক মন্ডলীর ধম©শিক্ষা, কাথলিক মন্ডলীর ইতিহাস বিষয়ক প্রশ্নোত্তর, বিশেষ বিশেষ দিনগুলোতে কাথলিক মন্ডলীর স্থানীয় আন্তজা©তিক নেতৃবৃন্দের বাণী, পোপের টুইটার বাতা©, ধ্যানমূলক আধ্যাত্মিক প্রবন্ধ এবং বড়দিন পুনরুত্থান সংখ্যাগুলোর মাধ্যমে সরাসরি খ্রীষ্টকে প্রচার করা হয়। যা প্রত্যেকটি খ্রীষ্টভক্তের আধ্যাক্তিক উন্নয়নের জন্য বিশেষ গ্ররুত্বপূণ© আমরা যদি আমাদের দৈনন্দিন জীবন-যাপনে এসব উপদেশ বাণী মেনে চলি তাহলে আমরা আধ্যাত্মিকভাবে লাভবান হবো বৈকি। প্রতিবেশীর ৫ম পৃষ্ঠায় নিয়মিতভাবে কাথলিক পঞ্জিকা অনুসারে সপ্তাহের বাণীপাঠের তালিকা দেওয়া হয়, এতে করে যারা মাসিক পঞ্জিকা রাখেন না তারা এটি ব্যবহার করেও আধ্যাত্মিকভাবে পরিপুষ্ট হতে পারছেন। একই পৃষ্ঠায় প্রকাশিত হয় সপ্তাহের পাব©ণসমূহ, যা আমাদের বিভিন্ন সাধুসাধ্বীদের পাবণ© সম্পকে© অবহিত করে এবং এদিন নিদি©ষ্ট সাধুসাধ্বীর মধ্যস্থতায় ঈশ্বরের কাছে প্রাথ©না করে আমরা বিশেষ অনুগ্রহ লাভ করতে পারি। সবো©পরি প্রতিবেশীতে প্রকাশিত প্রত্যেকটি লেখার মধ্যেই রয়েছে খ্রীষ্টের বাণী জীবনাদশ©  

৫। যোগাযোগ সম্পক© তৈরিতে প্রতিবেশী: ২০১৪ খ্রীষ্টাব্দে বিশ্ব যোগাযোগ দিবসের বাণীতে পোপ ফ্রান্সিস বলনে যে, Òভাল যোগাযোগ মানুষকে পরস্পরের প্রতিবেশী করে তোলে; পরস্পরকে আরো ভালভাবে জানতে সাহায্য করে সবো©পরি একতায় বেড়ে উঠতে অনুপ্রেরণা যোগায়।Ó সাপ্তাহিক প্রতিবেশী এই দায়িত্বটি অত্যন্ত সুনিপুণভাবে পালন করে চলছে। খ্রীষ্টীয় গঠন প্রশিক্ষণ বিষয়ক ঘোষণা, Òএসো দেখে যাওÓ বিষয়ক বিভিন্ন ধমী© সম্প্রদায়গুলোর বিজ্ঞাপন অনেকের জীবনে লক্ষ্য নিধা©রণ করতে সহায়তা করছে। প্রতিবেশীতে প্রকাশিত বিজ্ঞাপনের মাধম্যে কখন, কোথায়, কি পরিমান খরচ হতে পারে এবং কিভাবে যোগাযোগ করতে হবে বিষয়ে সঠিক ধারনা নিয়ে এসব কোসে© অংশগ্রহণ করে কিশোর-কিশোরী, যুবক-যুবতীরা ধমী© জীবন সম্পকে© অভিজ্ঞতা অজ© করছে এবং জীবনের আহবান বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে। ধম©পল্লীগুলোর প্রতিপালক/প্রতিপালিকার পাব©,  বাড়ীভাড়া, প্লট বা ফ্লাট বিক্রয় বরাদ্দ সংক্রন্ত বিজ্ঞাপন, শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে ভতি© সংক্রান্ত বিজ্ঞাপন, ছাত্রছাত্রীদের আবাসিক হোষ্টেল সংক্রান্ত বিজ্ঞাপন, চাকরি সংক্রান্ত বিজ্ঞাপন, বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বড় বড় প্রতিষ্ঠানগুলোর সভা-সমাবেশের খবরাখবরও জানা যাচ্ছে এই প্রতিবেশী থেকে। আরো জানতে পারছি পরিচিত-অপরিচিত অনেক মৃতব্যক্তিদের খবর। অথা© প্রতিবেশী বাংলাদেশ মন্ডলীর মধ্যে নেটওয়া©কিং সৃষ্টি করছে। বিজ্ঞাপন দাতা গ্রহকদের মধ্যে একটা বন্ধন তৈরি করছে যা কিনা একে অপরকে আরো ভালভাবে জানতে তাদের মধ্যে সহজে সম্পক© গড়তে সব©পরি মানুষের সাবি© জীবনমান উন্নয়নের ক্ষেত্রে প্রতিবেশী মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

৫। খ্রীষ্টীয় মূল্যবোধ বিস্তার: ১৯৪১ খ্রীষ্টাব্দ থেকে আজ অব্দি প্রতিবেশী বিভিন্ন সময় বিভিন্ন রঙে, ঢঙে কাঠামোয় সজ্জিত হয়েছে। একই সাথে খ্রীষ্টের বাণী, শিক্ষা নৈতিক মূল্যবোধ বিস্তারের মাধ্যমে সমাজে একতা, মিলন, ভ্রাতৃত্ব সহ-অবস্থান তৈরির ক্ষেত্রে শক্ত হাতিয়ার হিসেবে তার দায়িত্ব পালন করে চলছে। প্রতিবেশী পড়ে কোন শিশূ কিংবা যুবা বিপথে গেছে বলে জানা যায় নি বরং প্রতিবেশী পড়ে সারা বাংলাদেশের খ্রীষ্টান সমাজ বিভিন্ন সময় একতার বন্ধনে আবদ্ধ হয়েছে। যে কোন প্রাকৃতিক দৃযো©গের সময় এই প্রতিবেশীর মধ্যস্থতায় সমগ্র খ্রীষ্টান সমাজ দূগ© মানুষদের পাশে দাuড়িয়েছে। কঠিন রোগে আক্রান্ত হয়ে উপায়ন্ত না পেয়ে অনেকে প্রতিবেশীর মাধ্যমে সাহায্যের আবেদন জানান, এক্ষেত্রে আমাদের অবস্থাসম্পন্ন খ্রীষ্টভক্তগণ সাহায্যের হাত বাড়িয়ে দিতে কুন্ঠাবোধ করেন না। প্রতিবেশীতে প্রকাশিত বিভিন্ন গঠনমূলক প্রবন্ধ, গল্প, সাধু-সাধ্বীদের জীবনী, এবং সফল হওয়া ব্যক্তিত্বের কাহিনীগুলো খ্রীষ্টের পদাঙ্ক অনুসরণ করাই আহবান জানায়। যা প্রত্যেকটি মানুষকে আরো মানবিক হতে, আরো নীতিবান হতে সাহায্য করে। খ্রীষ্টের প্রকৃত অনুসারী হিসেবে আমাদের দায়িত্ব দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিতে প্রতিবেশী বলিষ্ঠ ভূমিকা রেখে চলছে। এভাবেই প্রতিবেশী সমগ্র খ্রীষ্টমন্ডলীতে ছড়িয়ে দিচ্ছে মানবিক, সামাজিক, পারিবারিক, নৈতিক খ্রীষ্টীয় মূল্যবোধ।

৬। দৈনন্দিন প্রয়োজনে: প্রতিবেশীতে প্রকাশিত বিভিন্ন রোগব্যাধি, তার চিকিrসা এবং স্বাস্থ্যসচেতনমূলক বিভিন্ন বিশ্লেষণধমী© লেখা, পরামশ© আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকার করে। বিজ্ঞানের বিভিন্ন উন্নয়ন-অগ্রগতি, রান্নার রেসিপি, গৃহস্থালীর টুকিটাকি এসবই আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসছে।

৭। কম©সংস্থান প্রতিবেশী: বত©মানে প্রতিবেশীতে নিয়মিত কমী© সংখ্যা ৩৩ জন। অনেকে আবার চুক্তিভিত্তিক কাজ করে বাড়তি উপা©জন করছেন। এসব কমী©বৃন্দ তাদের অক্লান্ত সেবা পরিশ্রম দিয়ে যেমন প্রতিবেশীকে পাঠ্য-উপযোগি করে আমাদের হাতে পৌuছে দিচ্ছেন, ঠিক তেমনি বিনিময়ে তাদের পরিবারের ভরনপোষণ করছেন। আবার এই প্রতিবেশীতে কাজ করে অভিজ্ঞতা অজ© করে অনেকেই দেশে-বিদেশে বিভিন্ন গ্ররুত্বপূণ© দ্বায়িত্ব পালন করছেন।

প্রতিবেশীর প্লাটিনাম জুবিলীতে আমাদের প্রত্যাশা: মানুষ যত পায়, ততই চায়। মানুষের প্রত্যাশার কোন শেষ নেই। প্রতিবেশীর প্লাটিনাম জুবিলীতে প্রত্যাশাকে আমি দুইভাবে ভাগ করতে চাই। প্রথমত, প্রতিবেশীর কাছে আমাদের প্রত্যাশা এবং দ্বিতীয়ত, আমাদের কাছে প্রতিবেশীর প্রত্যাশা।

প্রতিবেশীর কাছে আমাদের প্রত্যাশা: প্রতিবেশী সুদীঘ© ৭৫ বছর ধরে আমাদের এত দিয়ে চলছে যে আজ প্রতিবেশীর কাছে আমাদের চাওয়া খুবই সামান্য।

১। যারা প্রতিবেশীতে লিখেন, তারা সম্পূণ© নিবেদিত প্রাণ হয়ে লিখেন। অথা©r লেখক/লেখিকাদের কোন সম্মানি ভাতা দেওয়া হয় না। তাই বছর শেষে যদি শ্রেষ্ঠ গল্প, কবিতা, প্রবন্ধ, ছবি বাছাই করে প্রতিবেশীতে লেখকদের নাম প্রকাশ করা হয় এবং সম্মাননাসূচক সনদপত্র দেওয়া হয় তাহলে লেখক/লেখিকাগণ উৎসাহিত হবেন এবং নতুন লেখক তৈরি হবে।

২। প্রায়ই অনলাইনে প্রতিবেশী নিয়মিত আপডেট হয়না। যারা দেশের বাইরে থাকেন তাদের কথা বিবেচনা করে নিয়মিত এবং দ্রুত অনলাইন প্রতিবেশী আপডেট করার প্রত্যাশা রইলো।

৩। অনেক সময় প্রতিবেশীতে ভুল তথ্য দেখা যায়, এতে পাঠকগণ দ্বিধাদ্বন্দে পড়েন। বিষয়টির প্রতি নজর দেওয়ার অনুরোধ রইলো।

আমাদের কাছে প্রতিবেশীর প্রত্যাশা: সুদীঘ© ৭৫ বছর ধরে সেবা দেওয়ার পর জুবিলীর এই মাহেন্দ্রক্ষণে আমাদের কাছে প্রতিবেশীর প্রত্যাশা কি?

১। প্রতিবেশীতে প্রকাশিত কাথলিক মন্ডলীর শিক্ষা আমরা কি আমাদের দৈনন্দিন জীবনে-যাপনে পালন করি? যদি না করি তবে আজই প্রতিজ্ঞা করি, শুধুমাত্র মুখে নয় আমাদের জীবনাচরণে আমরা খ্রীষ্টকে প্রচার করবো।

২। অনেকেই নিয়মিত প্রতিবেশীর চাuদা পরিশোধ করেন না। প্রতিবেশী আমার-আপনার-সবার। এখন থেকে আমরা নিয়মিত প্রতিবেশীর চাuদা পরিশোধ করবো।

৩। প্রতিবেশী প্রকাশিত হয় প্রায় ,৫০০ কপি। বাংলাদেশে খ্রীষ্টান পরিবারের সংখ্যা যদি আনুমানিক ৮৫ হাজারও হয় সেই অথে© ১০ ভাগেরও কম পরিবারে প্রতিবেশী পৌuছায়। দীঘ© ৭৫ বছর পর প্রত্যেকটি খ্রীষ্টান পরিবারে একটি করে প্রতিবেশী যদি না পৌuছায় তা অত্যন্ত পরিতাপের বিষয়। এর কারণ যদি হয় অথ©নৈতিক অসচ্ছলতা তবে যারা অথ©নৈতিকভাবে সচ্ছল তারা আথি© সংকটের কারণে নিয়মিত প্রতিবেশী নিতে অক্ষম অন্তত একটি পরিবারের বাৎসরিক চাuদা পরিশোধ করবো।

৪। শুধুমাত্র খ্রীষ্টান ভাইবোনই নয়, আমাদের আশেপাশে অখ্রীষ্টান ভাইবোনদের কাছেও আমরা প্রতিবেশীর পরিচয় আরো ব্যাপকভাবে তুলে ধরবো।

উপসংহার: প্রতিবেশী আমাদের সমাজের একটি মহামূল্যবান সম্পদ আশী©বাদ। মঙ্গলসমাচারের আলোকে উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা প্রেম শান্তিপূণ© পরিবার সমাজ গড়ে তুলি। তাহলেই প্রতিবেশীর সুদীঘ© ৭৫ বছরের পথচলা হবে সফল স্বাথ©ক।                         

সহায়ক গ্রন্থ: সপ্তাহিক প্রতিবেশী, সংখ্যা- ১৯, ২৫-৩১শে মে, ২০১৪।


আরও পরতে ক্লিক করুন 

আপনি কি খ্রিষ্টান?

কালো মেয়েটির কথা 

পোশাকেই পরিচয় 


 

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.