অভিযোগ
মেরী চন্দনা গমেজ
অভিযোগ |
আছে কি আর কোন অভিযোগ?
মর্মে বিরাজে কিসের যেন অজানা শোক।
হৃদয় দুয়ার খুলে
গিয়েছিলেম সব জরাজীর্ণ ভুলে।
নিত্য ছুটে যাওয়া নির্জন পথে
গৃহ অভিমুখে ফিরে আসা পুনঃ গোপন ব্যাথা লয়ে সাথে।
অজানা উৎকণ্ঠায়
করি হায় হায়!
তুফান বেগে ছুটে যাওয়া দক্ষিণকোনে
শত সহস্র বাণী গেঁথে থাকে মনে।।
ভাসে ঐ প্রতিচ্ছবি ক্ষণেক্ষণে ।
কেন তবে সহস্র উল্লাসে
ভাসিয়ে এই আপনারে প্রীতির আবেশে।।
আজ কেন হায়
কাহারো পানে প্রান ধায়।
ছদ্মবেশ ধরে তবে কি, করে মোহিত
চঞ্চল যে মন তব, রয়ে অতি যাতনায় গৃহকোণে
নাহি বলা যায়
তবু যে সয়ে যেতে হয়।
সমস্তই মোহ মায়া ভুলে
কেন তবে এলে?
এত কঠিন পরীক্ষায়
দীর্ঘ ত্যাগ তিতিক্ষায়
সঁপিতে জীবন স্রষ্টারে
বুঝি না কিছু, জটিল লাগে কোন এক অজানা ঘোরে
নিত্য সন্তোষ রাখিতে দেবতার মন
এই নিষ্ঠায় তাহারে করেছো অন্তরে গ্রহণ।
প্রেম-ক্ষমা সেবার ব্রতে
করেছো সপথ প্রদীপ লয়ে হাতে।
সুস্পষ্ট উত্তরে,
বলে দাও, আর কি আছে অভিযোগ এই আপনারে।
তবুও না হয়ে মর্ম কঠিন
দেখ ফিরে সদা যে দীনহীন।
কোন দুঃখ দেই নি আজো কাহারে
তবু মুখপানে চেয়ে এই সান্তনা দেই আপনারে।
নয়ন মাঝে কেমন যেন বিরক্তি ছাপ
জানি না কবে, জানা হবে সত্যতা, বুঝিনা হাবভাব
ক্ষণিকের তরে এসে
বদলে গেলে অবশেষে।
অজানা কোন ভুলত্রুটি হলে
প্রত্যক্ষভাবে কর প্রকাশ, দাও তবে সব বলে
সহসা তবে কেন এমন নিষ্ঠুর হলে।।
হেসে হয় না কোন কথা
দাও না মৃদু হাসি, নেই আর তোমার সেই নম্রতা।
উদাসী হয়ে
যাও এগিয়ে।।
মাঝে মধ্যে নিত্য কাজে ভুল
কর কি তুমি সংশোধন, ভেবে পাই নে কুল।।
পরিশেষে একটাই কথা
কবে শুনবে আপনার বারতা?
দুরিবে সব ব্যাথা।
রবে না অভিযোগ
হবে না সম্পর্কে বিয়োগ।
আরও পড়তে ক্লিক করুন
No comments