Header Ads

মায়ের জন্য আলাদা কোন দিবস নেই।

 

আমার মা 

মায়ের জন্য আলাদা কোন দিবস নেই।

 

মাকে হারিয়েছি চার বছর আগে। মা বেঁচে থাকতে মাকে যতটা না মিস করতাম মাকে হারিয়ে মায়ের অভাব প্রতিটা মুহূর্তে অনুভব করি। মা বেঁচে থাকতে প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট সময় মায়ের সাথে কথা হতো। প্রয়োজনীয় কথার চেয়ে অপ্রাসঙ্গিক কথাই বেশি ছিল। কি খেয়েছ? আজ কি রান্না হবে? বাড়ির কোন গাছে কোন ফল ধরেছে? কোন ফলটা পেকেছে? পুকুরের মাছগুলো বড় হয়েছে কি না? যেসব কথা খুব একটা দরকারের মধ্যে পরে না।  

আজ মা বেঁচে নেই, তাই খুব দরকারি কথাগুলোও বুকের ভেতর কষ্টের দলা পাকিয়ে আটকে থাকে। মায়ের ছবির দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলে ফেলি তবে মনে সেই প্রশান্তি আর আসে না। ভাল থাক মা পরম শান্তির সেই দেশে।

আজ আমি নিজে একজন মা। মায়ের কাছে সন্তান আর সন্তানের কাছে মা যে কি কতোটুকু সেটা প্রতিনিয়ত অভিজ্ঞতা করছি। এখন আমার মেয়ে তার মনের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাগুলো অবলীলায় হরবর করে বলে যায় আমার কাছে। কত নিশ্চিত সে মাকে তার গোপন কথাগুলো বলে।

আর আমি মনে মনে ভাবি, যখন আমি থাকব না আমার মেয়েও তার মনের কথাগুলো বলার জন্য আমাকে খুঁজে বেড়াবে, মনের মধ্যে শুন্যতা অনুভব করবে।

মা-দেরকে হাজার বছর বাঁচিয়ে রাখার সাধ্য আমাদের নেই। তবে পৃথিবীর প্রত্যেকটি মা যেন বেঁচে থাকে সন্তানের হৃদয়ে হাজার বছর।

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.