স্বপ্নের উৎসব
কবি- মেরী চন্দনা গমেজ
স্বপ্নের উৎসব |
সহসা এক স্বপ্নের উৎসবে
মেতেছিলেম অজানা কলরবে।
হৃদয় ভরেছিল নবসুরে, নবগানে,
চিত্ত দুলেছিল অচেনা কলতানে।
আহা! কি সুন্দর ছিল সে প্রভাত,
পুলকে কেটেছিল ঐ কটা রাত।
নতুন আর নতুনে
রেখেছি যতনে।
চোখ মেলে দেখি শোভা বর্ধনে,
ছুটে চলে আর ছুটে চল্
ঐ দূর পানে-প্রাণ, চিত্ত কি বানী বলে।
চঞ্চল, আনমনা, উদাসী
সহসা ফাল্গুনে হয়ে উল্লাসী।
শান্ত-নীরব করে আঁখি
নম্র নত হয়ে দেখি,
হয়েছে প্রকাশ
কিছুটা হাব-ভাব হাস।
অধরে ম্লানমৃদু খানিকটা হাসি,
ওহে স্রষ্টা জানিনা কি যে আমি ভালবাসি।
শান্ত স্থিতধী বচনে,
পুলকিত নয়নে
অবিরত দরশনে
সহসা স্বপনে।
বসে নাম কোনে
নিবির প্রেমালিঙ্গনে,
মুগ্ধ-ম্লান আহা! কি অপরুপ,
আনমনা হয়ে দেখি ঐ রুপ।
কেমনে ফুরাইল সেই স্বপ্নের উৎসব
স্বপ্নের মত আসিল, চলিয়া গেল
রয়ে গেল ঐ মধুর রব।
শ্রবণ করি ঐ বাণী
পথে প্রান্তরে দরশন, যায় শোন চরণ ধ্বনি।
বেশ ছিলাম অজানা আনন্দে
সঙ্গে-রঙ্গে ভাব-তরঙ্গে
জানিনা কতদিন হেথায়,
পুনঃ আবার কথায়?
হে বন্ধু, হে প্রীতিভাজন,
রইল সদা আমন্ত্রন।
পুনঃ হবে কি দরশন?
ঐ প্রতিচ্ছবি নিরব-নিভৃতে
করিয়া অবলোকন, রবে তুমি স্মৃতিতে গীতি
অজানা আনন্দের জলোচ্ছ্বাসে উদাসিত
জান না, বুঝনাই তুমি।
হে নবীন হে চিরকালীন
পুণ্যপুত সতত, যেন রও চির মলিন।
আরও কবিতা পড়তে ক্লিক করুন
No comments