আমার মেয়ের কোন প্রেমিক নেই
পৃথিবীতে এমন কোন প্রেমিক-প্রেমিকা
পাওয়া যাবে না যারা তাদের প্রেমকে লুকাতে চেষ্টা করে না। হোক সেই প্রেমিক-প্রেমিকা
অনেক ধনী কিংবা গরিব। প্রেমে পড়লে প্রথমেই চেষ্টা করে বাবা-মা না জানুক। আর বাবা-মা’র
কাছ থেকে বিষয়টি লুকাতেই তারা ভাইবোন, পাড়া প্রতিবেশি, আত্মীয়স্বজন সবার কাছ থেকেই
বিষয়টি আড়াল করে।
বিশেষ করে আমাদের দক্ষিন এশিয়ার
দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এমনকি শ্রীলংকাতেও প্রেমকে খুব গোপনে রাখা হয়। মেয়ে
প্রেম করছে মানে পাড়ার লোকে কি বলবে? আর পাড়ার লোকেরা বলবে, ছিছিছি ও মেয়ে প্রেম করে?
আমরা যতই আধুনিক হই না কেন,
কেউ প্রেম করছে শুনলেই মনে হয় ছেলেটি বা মেয়েটি বিরাট এক অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে।
আসলে প্রেম করা বা প্রেম করে
বিয়ে করা কি খারাপ কোন কাজ? আমার তো মনে হয় নিজের বর নিজে দেখেশুনে বিয়ে করাই উচিত।
আবার ধরুন আপনি প্রেম করলেন কিন্তু বিয়ে করলেন না, অন্য আরেকটা প্রেম করলেন। সেখানেও
আমি খারাপ কিছু দেখি না। কারন আপনি একটা চাকরিতে ঢুকলেন। কিছুদিন চাকরিটি করার পর আপনার
মনে হল এই কাজ আমার জন্য না বা কাজের পরিবেশ আপনি মানিয়ে নিতে পারছেন না তবে আপনি চাকরি
বদলি করে অন্য একটা চাকরিতে যেতেই পারেন।
তবে আমার আজকের লেখার বিষয়
প্রেম করা খারাপ বা ভাল সেটা নিয়ে নয়। একটা মজার ঘটনা শেয়ার করার জন্যই ভুমিকার অবতারনা করলাম মাত্র। এবার ঘটনাটা বলি-
আমি তখন রেডিও ভেরিতাসে কাজের
সুবাদে ফিলিপাইনে থাকি। ইন্দোনেশিয়া বিভাগে পিটার নামে কো-অরডিনেটর পদে একজন বয়স্ক ভদ্রলোক
ছিলেন। রেডিও ভেরিতাসে কাজ করতে গিয়ে তিনি ফিলিপাইনের এক নারীর প্রেমে পড়েন এবং তাকে
বিয়ে করে প্রায় ২০ বছর যাবত সংসার করে আসছিলেন। পিটারের তখন ২ ছেলে ও ২ মেয়ে। বড় মেয়ের
বয়স তখন মাত্র ১৭তে পড়েছে।
একদিন অফিসের কোন এক পার্টিতে
পিটার দুঃখ করে বলছিলেন, আফসোস আমার মেয়েটার ১৭ বছর কিন্তু এখনও তার কোন boyfriend
নেই।
আমিতো শুনে 'থ'। একজন বাংলাদেশি হিসেবে পিটারের দুঃখের কারণটা আমার কাছে অদ্ভুত তো বটেই। কারণ মেয়ের বয়স ১৭ হয়ে গেছে এখনও মেয়ে প্রেমে পড়েনি বলে তিনি শঙ্কিত।
আমাদের দেশে যে মেয়ে বিয়ের
আগে কখনো প্রেম করেনি সমাজ তাকে ভাল মেয়ের তকমা দেয় আর সেখানে আমাদের পিটার মেয়ে প্রেম
করছে না বলে দুঃখ করছেন।
আরও পড়তে ক্লিক করুন
No comments