Header Ads

আন্তর্জাতিক নারী দিবস- She and Women




ফিলিপাইনের Asian Social Institute এর আমার প্রিয় একজন প্রফেসর সম্মানিত লিণ্ডা জে আসারত ক্লাস নেয়ার সময় প্রায়ই বলতেন, She এর ভেতরেই রয়েছে he এবং Women এর ভেতরেই রয়েছে men. তাই নারী ছাড়া পুরুষ কিংবা পুরুষ ছাড়া নারীর জীবন পূর্ণতা পায় না। 

সৃষ্টিকর্তা নারীপুরুষকে একে অপরের পরিপূরক করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই সমাজে পুরুষকে বড় করে দেখার কোন কারণ যেমন নেই একইভাবে নারীকে ছোট করে দেখারও উপায় নেই। সবাই সমান। নারী-পুরুষকে লিঙ্গভেদে আলাদা না করে ভাবতে হবে উভয়ই মানুষ।  

আমাদের দেশের নারীরা এখন সবদিক দিয়েই অনেক এগিয়ে গেছে। গত পঁচিশ বছর আগেও নারীরা ঘরের বাইরে এসে কাজ করার কথা চিন্তা করতে পারত না। এখন নারীরা পুরুষের সাথে সমান তালে যে কোন কাজে নিজেদের অবদান রেখে যাচ্ছে। পরিবার, সমাজ, রাষ্ট্র কোথায় নেই নারীদের অবদান, নারী নেতৃত্ব?

তবে ব্যাতিক্রম যে নেই তা না। এখনও কোথাও কোথাও নারীরা অবহেলিত, অবমুল্যায়িত। আবার কোথাও নারীরা নিজেদের নুন্যতম অধিকার সম্পর্কে সচেতন নয়। কোথাও কোথাও আবার নারীরা উগ্র নারীবাদী হয়ে নারী স্বাধীনতা নারী স্বাধীনতা করে পুরুষের সমকক্ষ হওয়ার বৃথা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।  

নারী এবং পুরুষ একে অপরের প্রতিপক্ষ নয়,  বরং একে অপরের পরিপূরক। একজন পুরুষের জীবনে পূর্ণতা আসে একজন নারীর হাত ধরে আবার পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। নারী যেমন মা, বোন, কন্যা, স্ত্রী, প্রেমিকা ঠিক তেমনি পুরুষও বাবা, ভাই, পুত্র, স্বামী, প্রেমিক। পরিবারে একজনের জন্য অন্যজন। কাউকে বাদ দিয়ে পরিপূর্ণ আদর্শ  পরিবার গঠন করা সম্ভব নয়। 

সারা বছর নারী জাতটাকে অপমান আর অবহেলা করে বছরের একটি দিন ঘটা করে নারী দিবস নারী  দিবস না চেঁচিয়ে প্রতিদিনকার জীবনে নারীর গুরুত্ব উপলব্ধি করা প্রয়োজন। তাই শুধুমাত্র ৮ই মার্চ নয় বছরের প্রতিটি দিনই হক নারী দিবস। 

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.