অভিমান আমারও হয়
![]() |
অভিমান আমারও হয় |
অভিমান হয়,
যখন সারাদিন অপেক্ষার পরও তোমার ফোন আসেনা,
আমি ম্যাসেজ দিলে তুমি সিন করো না।
অনেক অভিমান হয়
যখন ম্যাসেজ সিন করেও
কোন উত্তর দাও না।
নিজেকে খুব অসহায় লাগে
চোখের জল আমি আটকে রাখতে পারি
না।
মনে হয় আমি তাকে যেমন করে যতটুকু
চাই,
কেন সে আমার মত করে আমাকে ততোটুকু চায় না?
আরও অনেক বেশি অভিমান হয়,
যখন আমার অভিমানটুকুও তুমি
বুঝতে পার না।
আরও কবিতা পড়তে ক্লিক করুন
No comments