Header Ads

আমার বই, অপেক্ষা ও ফেরা

 

অপেক্ষা



এবছর বই মেলায় আমার ২টি বই প্রকাশ পেয়েছে। প্রথমটির নাম ফেরা। ৮ টি ছোট গল্পের সমন্বয়ে রচিত ফেরা বইটিতে বেশির ভাগই গল্পেই আমার বাস্তব অভিজ্ঞতার প্রকাশ ঘটেছে। ২য় বইটি উপন্যাস- অপেক্ষা। যেখানে একজন শ্রীলঙ্কার ছেলের সাথে বাংলাদেশি মেয়ের প্রেম, পরিণয়। প্রেমের পরিনয়ের এক পর্যায়ে ২০০৪ সালে ঘটে যাওয়া ভয়াবহ সুনামি, সুনামির প্রভাব এবং পরবর্তী কঠিন বাস্তবতা স্থান পেয়েছে। বই ২টি বর্ণ প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। বইমেলার ১৭৫ নং স্টলে পাওয়া যাচ্ছে। আমার লেখা বই পড়ে অনেক পাঠক তাদের অনুভুতি প্রকাশ করেছেন। কিছু পাঠকের লেখা অনুভুতি শেয়ার করছি।



ফেরা

 

ছোটবেলা থেকেই প্রচন্ড বই পড়া নেশা আমার! হাতের নাগালে যে কোন বই পেলে পড়ে ফেলতাম,নিজের সংগ্রহে প্রচুর বই ছিলো, এরপর আমরা সোশ্যাল মিডিয়ার যুগে প্রবেশ করে শব্দশিল্পের ছাপা বই পড়া প্রায় ছেড়েই দিলাম। ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আমাদের বক্সনগর ইউনিয়নের, বক্সনগর গ্রামের মেয়ে Shoma Costa বর্তমান শ্রিলংকারও নাগরিক, বিয়ে করে সেখানে বসবাস করে নিয়মিত বাংলাদেশে আসা যাওয়া করেন,লেখালেখি ভালোই করেন সেখানে তার একটি নিজেস্ব ওয়েব সাইটে তার অনেক লিখা আছে আমি নিয়মিত পড়ি অনেক ভালো লিখেন, সেদিন তার একটি পোষ্ট দেখে জানতে পারলাম এবারের বই মেলায় (বাংলাদেশের)তার লেখা দুইটি বই "অপেক্ষা" "ফেরা" বর্ন প্রকাশনীর ১৭৫ নং স্টল পাওয়া যাচ্ছে! প্রথমে গতানুগতিক প্রচ্ছদ দেখে বই দুইটি পড়ার আগ্রহ হারিয়ে ফেললাম!পরে ভাবলাম আমি তার অনেক লেখা পড়েছি, সেতো অনেক ভালো লিখে,ব্যস্ততার কারনে এবার বই মেলায় যেতে পারিনি তাই একজনকে দিয়ে বই দুটি সংগ্রহ করে পড়ে ফেললাম,চমৎকার লিখেছেন সেখানে বই দুটি পড়ার সুযোগ পেয়ে নিজের কাছে খুব ভালো লাগছে। "ফেরা" বইটিতে কয়েকটি ছোট গল্পের মাধ্যমে সমসাময়িক বাস্তবতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা মন ও হৃদয়কে নাড়া দেয়। এবং গল্পের মাধ্যমে অনেক শিক্ষনীয় বিষয় তুলে ধরা হয়েছে। অপেক্ষা" বইটিতে বাংলাদেশি মেয়ে ও শ্রিলংকান ছেলের প্রেম-ভালোবাসা পরশে ও শ্রিলংকার সংস্কৃতি, খাবার,ভয়াবহ সুনামির প্রতিছবি সুন্দর ভাব তুলে ধরেছেন, বইটি বেশ মজার এবং সহজ মনে হয়েছে। বইটিতে কিছু দার্শনিক অনুচ্ছেদও রয়েছে যা সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ। সামগ্রিকভাবে বলা যায়, বইটি বিন্যাস, ভাষা ও ভাবের মাধুর্যের দিক থেকে এক অনন্য আখ্যান।বই দুটির প্রচ্ছদ দেখে,এবং"অপেক্ষা বইয়ের "রুপা"র চরিত্রটিতে আমার কেবল এটাই মনে হয়েছে don't judge book by a cover,never judge people by looking above! তাই বইটি সংগ্রহ করে পড়ার চেষ্টা করুন।



"ফেরা" বইটি পড়ার সৌভাগ্য আমার হয়েছে,আর হ্যা প্রত্যেকটা গল্প অসাধারণ।এই বইটি লিখেছেন আমাদের বক্সনগর গ্রামের কৃতি সন্তান Shoma Costa। এই বইটি এবার বই মেলায় বর্ণপ্রকাশনিএ ১৭৫ নং স্টলে পাওয়া যাচ্ছে।যারা বই প্রেমী আছেন তারা অবশ্যই বই মেলায় গিয়ে বইটি সংগ্রহ করবেন,কথা দিলাম নিরাশ হবেন না অনেক ভাল লাগবে প্রত্যেকটা গল্প।

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.