Header Ads

বৃত্তি পেল জেমিমা মৈত্রী

গত ২৫শে জানুয়ারী প্রকাশিত হল ২০২২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। আমাদের মেয়ে জেমিমা পাতিরানা মৈত্রী এই পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে পাশ করেছে।  


জেমিমা পাতিরানা মৈত্রী 


২০২২ সালের ১৮ই ডিসেম্বর সারা শ্রীলঙ্কায় একযোগে প্রাথমিক সমাপনি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়।  মোট ৩ লাখ ২৯ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্য থেকে সম্মানের সাথে বৃত্তি পেয়েছে মোট ৪৮ হাজার ২৫৭ জন। মোট ২০০ নম্বরে পরীক্ষা নেয়া হয়। পাশ নম্বর নির্ধারণ করা হয় ১৫৩। 

জেমিমার স্কুল থেকে প্রায় ৭৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্য থেকে মোট ৬ জন বৃত্তি পেয়েছে। 

জেমিমা পাতিরানা মৈত্রীর এই কৃত্তিত্বে আমরা সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানাই। মেয়ের এই সাফল্যে আমরা আনন্দিত ও  গর্বিত।  মেয়ের দীর্ঘায়ু ও উত্তর উত্তর সাফল্য কামনা করি। 

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.