দুবলার চরে কিছুটা সময়
দুবলার চর |
ছোটবেলায় পদ্মা নদীর বুকে জেগে উঠা দুবলার চর নিয়ে বাংলাদেশ
টেলিভিশনে একটা নাটক দেখেছিলাম। তখন থেকেই দুবলার চর নিয়ে মনের মধ্যে একটা কল্পনা ছিল।
বাস্তবে কেমন হয় চর আর চর নিয়ে সত্যি লাঠি দিয়ে মারামারি হয় কিনা।
অনেক অনেক বছর পর গত ২রা ফেব্রুয়ারি
সুযোগ হয়েছিল দুবলার চরে যাওয়ার। এর আগে একবার পদ্মার পাড়ের মৈনট ঘাটে গেলেও দুবলার
চর যে এত কাছে সেটা জানা ছিল না। এবার মৈনট ঘাটে গেলে ছোট ছোট স্পীডবোটগুলো দুবলার
চরে যাওয়ার জন্য ডাকাডাকি করছিল। শিমুলিয়া টার্মিনাল থেকে স্পীড বোটে দুবলার চরে যেতে
১২’শ টাকা লাগে। মাত্র দশ মিনিট ঘুরার সময়। ছবি তুলে দশ মিনিট পর একই বোটে ফিরে আসতে
হয়। মৈনট থেকে দুবলার চর অনেক দূর মনে হলেও মাত্র তিন থেকে সাড়ে মিনিটেই পৌঁছে গেয়েছিলাম
কাঙ্ক্ষিত স্থানে।
দুবলার চর |
তখন পড়ন্ত বিকেল। সূর্যটা পশ্চিম
দিকে হেলে পড়েছে। পরিবেশটা ছিল অপুরুপ। এদিকে জেলেরা জাল টেনে মাছ ধরছিল। ইচ্ছে ছিল
পদ্মার ইলিশ কিনে নিয়ে আসি। কিন্তু জাল তুলতে অনেকটা সময় লাগবে আর আমাদের নির্ধারিত
ঘুরার সময় দশ মিনিট। তাই আর পদ্মার ইলিশ মাছ আনা হয় নি।
দুবলার চর |
পরিবারের সবাই মিলে ছবি তুললাম।
স্পীডবোটে যাওয়ার সময় ভিডিও করা হল। পদ্মার বুকে জেগে উঠা দুবলার চরের কিছু স্মৃতি
জমা হল মনের এ্যালবামে।
No comments