Header Ads

সেন্ট অ্যান্থনীস ক্লাব

 

সোনিয়া গমেজ 



সেন্ট অ্যান্থনীস ক্লাবঘর



সব গ্রামেতে ক্লাবঘর আছে বক্সনগরে নাই

ছেলে বুড়ো সবার দাবী ক্লাবঘর একটা চাই।

কারো চোখে স্বপ্ন, কারো চোখে আশা,

কেউ দিয়েছিল সাহস আর একটু ভালবাসা।


মুখ বাকিয়ে কেউ বলেছে, এই ক্লাবঘর তো হবার নয়, 

জানো কি? সমালোচনায় শক্তিটা আরও দ্বিগুণ হয়।

তেজে ভরা মন তরুণের দল নিয়েছে যখন শপথ, 

সাধ্য কার সামনে এসে রুখবে তাদের পথ?


ক্লাবঘর করতে একটা জায়গা প্রয়োজন, 

দফায় দফায় মিটিং মিছিল করল আয়োজন। 

বিশপ দিল খাসের জমি ফিলুদির বাড়ির সাথে,

হৈ হৈ হৈ করে সবে আনন্দেতে মাতে।


সাহস আছে শক্তি আছে কিন্তু পকেট ফাঁকা, 

কাঁধে হাত রেখে জনগন বলে, আমরা আছি না বোকা? 

টাকার জন্য বাড়ি বাড়ি আর সভা সমিতি ঘুরে,

শরীর তাদের ক্লান্ত বটে, মনটা ফুরফুরে।


রড কিনে, সিমেন্ট কিনে, আরও কিনে টিন, 

যুবকেরা সব আদাজল খেয়ে খেটে যায় রাত দিন।

পিলার থেকে দেয়াল গড়ে, দেয়াল থেকে চাল,

ফেসবুকেতে আপলোড হয় বর্তমান হালচাল।

লাইক আসে, কমেন্ট আসে, আরও বাড়ে শেয়ার

মুখ বাকানো লোকদের আজ কেউ করে না কেয়ার।


চর্চা হবে ক্রীড়া আর শিক্ষা সংস্কৃতির,

ঠাই পাবে না অন্যায় আর মন্দ দুষ্কৃতির। 

বাড়বে মিলন- ভ্রাতৃত্ব, পারস্পারিক ভাব,

মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেন্ট অ্যান্থনীস ক্লাব। 



আরও কবিতা পড়ুন 

যথাযুক্ত 

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.