মন্দির অঙ্গন
মেরী চন্দনা গমেজ
মন্দির |
ঐ যে মন্দির প্রাঙ্গন,
যেথায় হইত সদা আনন্দের কথোপকথন,
করিতাম সবে মিলে আলিঙ্গন।
ওহে প্রাণসখী
বেদনায় ছলছল আঁখি
অন্তর তলে কেবলই একাকী।
নিবিড় নির্জন ও নিরালায়
কি যে প্রাণময়, ঐ তো দেবালয়।
সকালে বিকালে কি সন্ধ্যায়,
ছুটোছুটি দক্ষিণ আঙিনায় ।
ঐ তো কুটিরে ঐ মানসী
যে ছিল সদা চঞ্চলা সন্ন্যাসী।
কতশত কথা কতশত গান,
নানান সুরের মূর্ছনায়, বাজত কলতান।
পবিত্র দীক্ষামন্ত্রে, আবদ্ধ জীবন
করিয়া দরশন, ধন্যধন্য প্রাণমন।
হেসে সদা হইত আনন্দে কুটিকুটি,
শতশত শিশুগণ তাহারও অভিসারে পুলকে খেত লুটোপুটি।
কি চঞ্চলগতি,
কি অকৃত্রিম প্রেম-মায়া তাহার প্রতি,
হৃদয়মাঝে বিরাজে সদা ঐ ছবি।
আরও কবিতা পড়তে ক্লিক করুন
No comments