মজার পাঠশালা
মেরি চন্দনা গমেজ
পাঠশালা |
এক যে ছিল মজার পাঠশালা,
যেথায় হইত কেবল লুকোচুরি খেলা।
ছিলা না সেথায় বিষাদ-অবসাদ,
ছিল কেবল আনন্দের অমৃত স্বাদ।
লভেছি সেই স্বর্গের আনন্দধারা,
হইতাম তাতে দিশেহারা।
নানান সুরে হইত সে থায় গান,
ভরতো মন আর প্রশান্ত হইত পরাণ।
একদিন দিতাম না কামাই,
এ যে মজার, বহু মজার পাঠশালা রে ভাই।
রাত পোহাইলে হইত সহপাঠীর সাথে দেখা,
মনে এঁকে যেত পুলক রেখা,
তার ছবি আজও মোর হৃদয়ে আঁকা।
এদিক সেদিক হইত কত ছুটোছুটি,
আনন্দ আর আনন্দে খেতাম লুটোপুটি।
আর কি পাব ফিরে?
সেই অতীত আনন্দেরে?
কতশত দুষ্টুমি আর মজার হাসি,
হে পাঠশালা, হে অতীত, হে আমার সহপাঠী,
আজও তোমারে আমি ভালবাসি।
আরও পড়তে ক্লিক করুন
No comments