Header Ads

ভেজাল পণ্য

 

সোনিয়া গোমেজ 



ভেজাল পণ্য 


মেলামাইন যুক্ত দুধ আর ক্যামিক্যাল দেয়া চিনি,

ভেজাল পণ্যে বাজার সয়লাব কোনটা আমি কিনি?

মার্কারি আর পারদ আছে ফর্সা হবার ক্রিমে,

বাচ্চা ফুটতে মুরগী নাকি তা দেয় না ডিমে।

 

চকলেট সন্দেশ নজর কাড়ে টেক্সটাইলের রঙে,

বাসে ট্রেনে বিক্রি করে নানান রকম ঢঙ্গে।

টাটকা রাখে শাকসবজি ক্ষতিকর ফরমালিন,

এসব খেয়ে নিত্যদিন বাড়ছে ক্রিয়েটিনিন।

 

কাঁচা ফলে রঙ ধরাতে আছে কার্বাইড,

 ফল খেয়ে রোগের সাথে কেমনে করবো ফাইট?  

মাংসের সাথে মজা করে খাচ্ছি ক্রোমিয়াম,

পার করছি ভেজাল পণ্যের কঠিন মিলেনিয়াম।

 

মাছের সাথে ডায়োক্সিন আর সীসা যুক্ত হয়ে,

মগজ, লিভার, হার্ট-কিডনি যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে।

পুড়ি ঝালমুড়ি কেমনে বানায় কেউ কি সেটা জানে?

টেস্টিং সল্ট মারলে মামা কাস্টমারে টানে।

 

ভেজাল করে শ্যাম্পু সাবান, লোশন মাথার তেল,

যতই ধরুক র‍্যাব পুলিশ, যতই খাটুক জেল।

যেই ওষুধে জান বাঁচবে তাও নাকি ভাই নকল!

রুখতে হলে সকল ক্ষেত্রে ভেজাল দ্রবের দখল।

কেউ বলে, আমি কেন? দেখবে তো সরকার।

আমি বলি, অন্যায়ের প্রতিবাদে সবারই এগিয়ে আসা দরকার। 

 


আরও কবিতা পড়তে ক্লিক করুন 

আমি পাখি হতে চাই 

যথাযুক্ত 


No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.