আমি পাখি হতে চাই
আমি পাখি হতে চাই |
আমি প্রবাসী
আমি আমার প্রিয়
মাতৃভূমি ছেড়ে দুরের কোন এক দেশে পড়ে আছি,
পৃথিবীর নয়নাভিরাম
সৌন্দর্য উপভোগ করতে নয়,
ভিন্ন জাতির
সাথে মিশে তাদের ভাষা-শিক্ষা-সংস্কৃতি জানতে নয়,
আমি এসেছি জীবিকার
তাগিদে, পেটের ক্ষুধা মিটাতে, একটি পরিবারের মুখে হাসি ফোটাতে।
সূর্যোদয় থেকে
সূর্যাস্ত পর্যন্ত আমি হাড়ভাঙ্গা খাটুনি পর যখন ঘরে ফিরি
অবসন্নতা বিষণ্ণতা
আমায় আষ্টে -পিষ্টে ধরে,
আমার মন পড়ে
থাকে দেশে ফেলে আসা আমার প্রিয়জনের কাছে।
গভীর রাতে আমার
শ্রান্ত দেহখানি প্রেয়সীর উষ্ণতা চায়,
বিষণ্ণ মনটা
আমার চায় একটু ভালবাসার পরশ,
কত রজনী আমার
নির্ঘুম কাটে প্রেয়সীর কথা ভেবে।
বিবর্ণ সন্ধ্যায়
আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখি
পাখিরা নীড়ে
ফেরে
তাদের নেই সীমানা
অতিক্রমের কোন আইন, যাতায়াত ভাড়া,
কিংবা ভিসা
নিয়ে দালালদের সাথে দর কষাকষির তাড়া।
তখন আমার পাখি
হতে ইচ্ছে করে।
ইচ্ছে করে পাখির
মতো ডানা মেলে ঐ দূর আকাশে ঊড়ে বেড়াই
ক্লান্ত দুপুরে
অথবা অলস বিকেলে
পায়ের অদৃশ্য
শেকলটাকে ছিঁড়ে
আমি ছুটে গিয়ে
আছড়ে পড়ি প্রিয় মানুষটার বুকে।
তখন আমি মনে
মনে বিধাতারে বলি-
হে বিধাতা,
একটিবার আমাকে পাখি করে দাও।
আরও কবিতা পড়তে যথাযুক্ত
No comments